শিশু নিপীড়নের বিরুদ্ধে মুখ খুললেন বিলি আইলিশ, জানালেন নিজেও শিকার
শিশু নিগ্রহ 'সব জায়গাতেই' রয়েছে উল্লেখ করে নিজেও অল্প বয়সে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে স্বীকার করলেন আমেরিকান পপ তারকা বিলি আইলিশ।
১৯ বছর বয়সী এই তারকা ব্রিটিশ ভোগ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নতুন গান 'ইউর পাওয়ার'কে প্রাপ্তবয়স্ক হওয়ার 'সুবিধা যারা নেয়, বিশেষত পুরুষদের প্রতি একটি খোলা চিঠি' হিসেবে অভিহীত করেন।
তবে কার কাছে কিংবা কীভাবে তিনি নিগৃহীত হয়েছিলেন, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলে রাজি হননি বিলি। বরং, নিজের অনুরাগীদের কাছে মিনতি করেন, গানটিতে কার কথা তিনি বোঝাতে চেয়েছেন, সেটি যেন তারা খুঁজে বের করার চেষ্টা না করে।
'কেননা, এটি শুধুই একজন মানুষের কথা নয়,' বলেন তিনি।
বিলি আরও বলেন, 'আপনি হয়তো ভাবছেন, আমি যেহেতু মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করি, তাই নাবালিকা হওয়ার কারণে নিগৃহীত হয়েছি; অথচ আসলে তা নয়। এটি সবখানেই রয়েছে।' একইসঙ্গে এটুকু জানিয়ে দেন, তাকে নিগৃহকারী আসলে সংগীত দুনিয়ার কেউ নয়।
'কখনো উদ্ভট কিংবা সত্যিকার অর্থেই বাজে অভিজ্ঞতার মুখে পড়েনি- এমন কোনো মেয়ে কিংবা নারীর কথা জানা নেই আমার। পুরুষেরাও পড়েছে, বিশেষত অনেকেই ছেলেদের নাবালকত্বের অন্যায় সুযোগ নেয়,' বলেন এই পপ তারকা।
-
সূত্র: নিউইয়র্ক পোস্ট