সন্তান হারানো তিন বাবাকে দশ হাজার পাউন্ড অনুদান দিলেন ক্রেইগ
সদ্য মুক্তিপ্রাপ্ত বন্ড চলচ্চিত্র 'নো টাইম টু ডাই' দিয়ে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ড্যানিয়েল ক্রেইগ। কিন্তু তারকাখ্যাতির বাইরে সামাজিক নানা ইস্যুতেও যে তিনি সোচ্চার, তারই প্রমাণ দিলেন এবার। আত্মহত্যা প্রতিরোধের লক্ষ্যে কাজ করা সন্তান হারানো তিন বাবাকে ১০,০০০ পাউন্ড দিয়ে সাহায্য করেছেন ক্রেইগ।
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন 'থ্রি ড্যাডস ওয়াকিং' শুরু করেছেন অ্যান্ডি এইরে, মাইক পালমার ও টিম ওয়েন। কামব্রিয়া, গ্রেটার ম্যানচেস্টার ও নরফোক অঞ্চলের দিকে হাঁটতে দেখা যাবে এই ত্রয়ীকে। তাদের মধ্যে মিল হলো, তিনজনের মেয়েই আত্মহত্যার মাধ্যমে নিজেদের জীবনাবসান ঘটিয়েছেন। তারা চান না, আর কোনো বাবা-মায়ের সন্তান একই পরিণতি বরণ করুক। তাই 'প্যাপিরাস' চ্যারিটির জন্য অর্থ সংগ্রহ করতে নেমেছেন তিনজন।
এ ধরনের একটি উদ্যোগে বন্ড তারকাকে পাশে পেয়ে অত্যন্ত উল্লাসিত তিন বাবা। অ্যান্ডি এইরে জানান, অভিনেতার দয়ালু মনোভাবের পরিচয় পেয়ে তিনি খুবই খুশি। তিনি বলেন, "আমাদেরকে এই কাজে সহায়তা করা ছিল একটা চমৎকার ব্যাপার। বিশেষত, সাহায্যকারী মানুষটা যখন বিশ্বের অন্যতম সেরা অভিনেতা!"
এই মুহূর্তে প্রতিদিন ২০ মাইল পথ হাঁটছেন এই ত্রয়ী। আগামী ২৩ অক্টোবরের মধ্যে ৩০০ মাইল হাঁটার চ্যালেঞ্জ সম্পন্ন করতে চান তারা।
এইরে জানান, তাদের তিনজনেরই আলাদা আলাদা গল্প আছে। কিন্তু গল্পের ট্র্যাজেডি সেই একটিই, আত্মহত্যা ও প্রিয়জন হারানো।
এইরের ২৯ বছর বয়সী মেয়ে সোফি ২০১৮ সালে আত্মহত্যা করে। ওয়েন তার মেয়েকে হারিয়েছেন গত বছর। তিনি মনে করেন, আত্মহত্যা করা ছিল একটি 'ভুল সিদ্ধান্ত'।
অ্যান্ডি এইরের ভাষ্যে, তাদের তিনজনের পরিবারের অবর্ণনীয় কষ্ট ও দুর্দশা দেখে আলোড়িত হয়েই সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রেইগ।
- সূত্র: বিবিসি