সুশান্তের ‘বায়োপিক’: প্রযোজকদের সঙ্গে অভিনেতার বাবাকে মিটমাটের পরামর্শ দিলেন আদালত
'ন্যায়: দ্য জাস্টিস' ছবির নির্মাতাদের সঙ্গে বিবাদ মিটিয়ে নেওয়ার পরামর্শ সুশান্ত সিং রাজপুতের পরিবারকে। পরামর্শ দিলেন দিল্লি হাইকোর্ট।
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্তের জীবন নির্ভর ছবি 'ন্যায়: দ্য জাস্টিস'-এর মুক্তিতে কোনো বাধা নেই, গত মাসেই অন্তর্বতীকালীন রায়ে এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন হাইকোর্ট
গত এপ্রিলে সুশান্তের বাবা কৃষ্ণকিশোর সিং, 'ন্যায়: দ্য জাস্টিস'সহ একাধিক ছবি তৈরি ও মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে আবেদন দাখিল করেছিলেন। পরিবারের অনুমতি ছাড়া সুশান্তের জীবন নিয়ে কোনোরকম ছবি তৈরি করা যাবে না, তা জানিয়েছিলেন সুশান্তের বাবা। সিঙ্গেল বেঞ্চ গত মাসেই এই আবেদন খারিজ করে দেন, পরে ফের ডিভিশন বেঞ্চে আবেদন করেন কেকে সিং।
এ দিন ডিভিশন বেঞ্চের তরফে বিচারপতি তালওয়ান্ত সিং বাদী-বিবাদী দুই পক্ষকে পরামর্শ দেন, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই বিষয়টির মীমাংসা করে নিতে। কিন্তু ডিভিশন বেঞ্চের নেতৃত্বে থাকা জাস্টিস রাজিব শখধের জানান, 'মনে তো হচ্ছে না এই কেসের পারস্পরিক আলোচনা করে মীমাংসা করা সম্ভব।'
সুশান্তের বাবার আইনজীবী জয়ন্ত মেহতা জানান, তারা চেষ্টা করবেন বিষয়টি আলোচনা করে মিটিয়ে নিতে। নির্মাতাদের তরফে সিনিয়র আইনজীবী চান্দের লাল বলেন, 'কোনোরকম ফায়দা তোলবার বা স্বার্থসিদ্ধির ইচ্ছা নেই আমার মক্কেলদের।'
আদালতের তরফে ফিল্মমেকারদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে কিশোর সিংয়ের আবেদনের পাল্টা জবাব দিতে। সুশান্তের বাবার আইনজীবী আরও জানান, ছবির শুরুতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সেটাকে কাল্পনীয় ছবি বলে দেওয়াই যথেষ্ট নয়। ছবির কলাকুশলীরা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ছবি সুশান্তের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
'ন্যায়: দ্য জাস্টিস', 'সুইসাইড অর মার্ডার: অ্যা স্টার ওয়াজ লস্ট', 'শশাঙ্ক'র মতো ছবি বিরুদ্ধে এই আবেদন জানিয়েছেন প্রয়াত অভিনেতার বাবা।
গত বছর ১৪ জুন ৩৪ বছর বয়সী সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু হয়। আপতত এই মৃত্যুরহস্যের তদন্ত চালাচ্ছে সিবিআই। পাশাপাশি সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িত মাদককাণ্ড ও আর্থিক তছরূপের মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এনসিবি ও ইডি।