হলি আর্টিজানের ঘটনা নিয়ে বলিউডের পর্দায় আসছে ‘ফারাজ’
২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। সে হামলার ঘটনার ওপর ভিত্তি করে বলিউডে নির্মিত হচ্ছে চলচ্চিত্র 'ফারাজ'।
বলিউড নির্মাতা হানসাল মেহতার পরিচালনায় এবং টি-সিরিজের ব্যানারে অনুভব সিনহা ও ভূষণ কুমারের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে।
এ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে অভিনেতা কুনাল কাপুরের ছেলে জাহান কাপুর এবং পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালের। জাহান কাপুর সম্পর্কে অভিনেত্রী কারিনা কাপুর খানের চাচাতো ভাই।
একটি মোশন পোস্টার প্রচারের মধ্য দিয়ে গতকাল চলচ্চিত্রটির নাম ও ফার্স্ট লুক প্রকাশ করা হয়।
'ফারাজ' চলচ্চিত্রের ফার্স্ট লুক প্রকাশের পর নিজের ইনস্টাগ্রাম আইডিতে পরিচালক লেখেন, " সহিংস প্রতিকূলতার মুখেও মানবতার জয়! #ফারাজের ফার্স্ট লুক...বাংলাদেশের ৭/১৬ সন্ত্রাসী হামলার সত্য ঘটনার ওপর ভিত্তি করে রচিত; এমন এক গল্প যা গত তিনটি বছর ধরে আমি আমার হৃদয়ের কাছে আগলে রেখেছি"।
ইনস্টাগ্রামে ছবিটি ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কারিনা কাপুর খান নিজেও। ফারাজ এর পোস্টার শেয়ার করে তিনি লেখেন, "রাত যখন সবচাইতে অন্ধকার, বিশ্বাসটাই তখন প্রগাঢ় হয়ে ওঠে। বাংলাদেশের ৭/১৬ হামলার উপর নির্মিত চলচ্চিত্র #ফারাজের ফার্স্ট লুক…এমন এক বীরের অবিশ্বাস্য সত্য কাহিনী যা মানবতার প্রতি আপনার বিশ্বাস ফিরিয়ে আনবে! জাহান কাপুর, তোমাকে নিয়ে গর্বিত। বড় পর্দায় দেখার জন্যে অধীর অপেক্ষায় আছি"।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম জঙ্গি হামলা হয় রাজধানীর গুলশান ২-এ অবস্থিত হলি আর্টিজান বেকারিতে। হামলায় ২২ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ৩ জন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক ছিলেন। পরের দিন কমোন্ডা অভিযানে ৫ জঙ্গি নিহত হয়।
আরও পড়ুন- হলি আর্টিজান হামলার ৫ বছর: চাইলেও ভোলা যায় না যে ভয়াল রাত
- সূত্র-ইন্ডিয়া টুডে