৫ বছর পর পরিচালকের আসনে করণ জোহর! শোনাবেন ‘রকি অওর রানি কী প্রেম কাহিনি’
অবশেষে! দীর্ঘ পাঁচ বছর পর আবারও পরিচালকের আসনে বসতে চলেছেন করণ জোহর। অবশ্য জল্পনা চলছিল গত কয়েকদিন ধরেই। গত সোমবারই ইনস্টাগ্রামের দেওয়ালে একটি ভিডিও পোস্টের মাধ্যমে করণ জানিয়েছিলেন নিজের নতুন ছবির কথা। অর্থাৎ ফের নির্দেশকের দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে।
জানিয়েছেন, নিয়ে আসছেন এমন গল্প, যা তার দর্শকদের শোনাতে ভালো লাগে, প্রেম ও পরিবারের গল্প। তবে ছবির নাম কিংবা অভিনেতা-অভিনেত্রীদের ব্যাপারে মুখ খোলেননি তিনি।
করণ ঘনিষ্ঠ এক সূত্রের তরফে জানা গেছে ছবির নাম হতে চলেছে 'রকি অওর রানি কী প্রেম কাহিনি'। মুখ্যচরিত্রে রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এই ছবির মাধ্যমেই ফের একবার দর্শকদের সামনে হাজির হতে চলেছে 'গল্লি বয়' জুটি।
করণ পরিচালিত এই ছবি যে পুরোপুরি রোমান্টিক ঘরানার হতে চলেছে সেকথা বলাই বাহুল্য। অবশ্যই 'রকি'র ভূমিকায় দেখা যাবে রণবীরকে এবং 'রানি'র চরিত্রে আলিয়াকে। তবে করণের অন্যান্য ছবির মতো এ ছবিতেও চোখ কপালে তোলার মতো রয়েছেন তাবড় তাবড় বলিউড তারকারা।
রণবীর-আলিয়া ছাড়াও এই ছবিতে থাকবেন শাবানা আজমি ও ধর্মেন্দ্র। আলিয়ার দাদা-দাদীর ভূমিকায় পর্দায় হাজির হবেন তারা। দীর্ঘ ২৩ বছর পর ফের একবার একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হতে চলেছেন শাবানা ও ধর্মেন্দ্র। শেষবার এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল ১৯৮৮ সালে মুক্তি পাওয়া 'মর্দওয়ালি বাঁত' ছবিতে।
এখানেই শেষ নয়। রয়েছেন জয়া বচ্চনও। সূত্রের দাবি, শাবানা আজমির সঙ্গে নাকি জয়া বচ্চনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিকোয়েন্স রয়েছে যা এক ধাক্কায় ছবিকে অন্য মাত্রা এনে দেবে। 'রকি'র দাদী হিসেবেই দর্শকদের সামনে হাজির হবেন জয়া বচ্চন।
উল্লেখ্য, হিন্দি ছবির ইতিহাসে এই প্রথমবার পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন শাবানা ও জয়া!
প্রসঙ্গত, করণ জানিয়েছিলেন বরাবরই তার প্রিয় কাজ নির্দেশকের আসন সামলানো। তবে গত বছর পাঁচেক ধরে নিজের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনকে আরও প্রতিষ্ঠিত করতেই মগ্ন ছিলেন তিনি। তবে এবার আবারও সময় হয়েছে তার 'প্রিয় কাজ' করার। অর্থাৎ ক্যামেরার পিছন থেকে গল্প বলা, পর্দায় ভালোবাসার গল্প বলা।
২০১৬ সালে 'এ দিল হ্যায় মুশকিল' ছবিতে তাকে শেষ দেখা গিয়েছিল পরিচালকের কুর্সিতে। গত এক বছরে দুটি ওয়েব সিরিজের পরিচালনা করেছেন করণ- 'লাস্ট স্টোরিজ', 'গোস্ট স্টোরিজ'।
করণ পরিচালিত এই নতুন ছবিতে কোন কোন তারকার দেখা মেলে সেটাই দেখার।