‘ছাপাক’ দ্বারা অনুপ্রাণিত হয়ে এসিডদগ্ধ নারীদের জন্য পেনশন
সদ্য মুক্তি পাওয়া দীপিকা পাডুকোনের সিনেমা ‘ছাপাক’ দ্বারা অনুপ্রাণিত হয়ে এসিডদগ্ধ নারীদের জন্য পেনশন চালুর পরিকল্পনা করেছে ভারতের উত্তরখাণ্ড সরকার।
২০০৫ সালে দিল্লির ব্যস্ত সড়কে এসিড হামলার শিকার হয়ে এক তরুণীর ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে বানানো হয়েছে ছাপাক। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন সিনেমাটির প্রযোজনার পাশাপাশি এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।
উত্তরখাণ্ড রাজ্যের হরিদ্বার, নাইনিতাল এবং উদাম সিং নগর এলাকায় মোট ১০ জন এসিডদগ্ধ নারী আছেন। এই নারীরাও যাতে তাদের জীবনে ঘুরে দাঁড়াতে পারেন, সেকারণে তাদের জন্য মাসিক পেনশন চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির সরকার।
রাজ্যের নারী ও শিশুকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী রেখা আরিয়া বলেন, এ লক্ষ্যে একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে, যা শীঘ্রই মন্ত্রীসভায় উপস্থাপন করা হবে।
এই প্রস্তাবনার আলোকে, ওই দশ নারীকে প্রতিমাসে সাত থেকে দশ হাজার রুপি করে পেনশন দেওয়া হবে।
শুক্রবার ভারতের ১২০০ সিনেমা হলে মুক্তি পায় দীপিকা অভিনীত, মেঘনা গুলজার পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ছাপাক’।
মুক্তির প্রথম চার দিনে বক্স অফিস থেকে ২১ দশমিক ৩৭ কোটি টাকা আয় করেছে ৩৫ কোটি টাকা বাজেটের সিনেমা ছাপাক।