‘বিলি আইলিশকে ভালোবাসি,’ অকপট মাইলি সাইরাস
মার্কিন পপ তারকা ও অভিনেত্রী মাইলি সাইরাস নিজের চেয়ে ৯ বছরের ছোট স্বদেশি আরেক পপ তারকা বিলি আইলিশের প্রতি অকপট মুগ্ধতা প্রকাশ করেছেন।
'রেকিং বল'খ্যাত শিল্পী মাইলি ১৯ বছর বয়সী পপ সেনসেশন বিলির সঙ্গে একদিন গান গাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন।
কার সঙ্গে যৌথভাবে গান করতে চান, এমন প্রশ্নের জবাবে ২৮ বছর বয়সী মাইলি বলেন, 'প্রতিনিয়তই দারুণসব শিল্পীর আবির্ভাব ঘটে। তারমধ্যে বিলি আইলিশকে আমি ভালোবাসি। তাকে আমার কাছে স্রেফ দারুণ মনে হয়। তার গায়কী ও গানের বার্তা আমার প্রিয়। একদিন তার সঙ্গে কাজ করতে চাই।'
এর আগেও, গত বছরের সেপ্টেম্বরে বিবিসি রেডিও ওয়ান'স লাইভ লাউঞ্জে বিলির হিট গান 'মাই ফিউচার' কাভার করার মাধ্যমে নিজেকে ওই কিশোরী গায়িকার একজন ভক্ত বলে ঘোষণা দেন মাইলি।
এর আগে জোয়ান জেট, ডুয়া লিপা, মার্ক র্যানসন, আরিয়ানা গ্র্যান্ডে, ব্রিটনি স্পিয়ার্স ও স্টিভি নিকসের মতো শিল্পীদের সঙ্গে গান করেছেন মাইলি সাইরাস; তবে রক ও পপের মধ্যে কোন সংগীত ধারাটি তার সবচেয়ে প্রিয়, সেটি নিজেই জানেন না বলে স্বীকার করে নেন।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলি বলেন, 'এটা আমার মুডের ওপর নির্ভর করে। কখনো কখনো ব্রিটনি স্পিয়ার্স ও কোর্টনি লাভের মধ্যে কোনো একজনকে বেছে নেওয়া কষ্টসাধ্য হয়ে ওঠে আমার জন্য।'
-
সূত্র: ব্যাং শোবিজ