‘ভারতের পরিস্থিতি জটিল,’ আমেরিকার কাছে করোনা ভ্যাকসিনের আর্জি প্রিয়াঙ্কার
মার্কিন সরকারের কাছে ভারতীয়দের জন্য ভ্যাকসিনের আর্জি করলেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী আরও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যত ভ্যাকসিনের প্রয়োজন ছিল, দেশটি তার তুলনায় বেশি ভ্যাকসিনের অর্ডার দিয়েছে। তাই অনায়াসে তাদের ভাগ করে নেওয়ার সক্ষমতা রয়েছে।
যদিও প্রিয়াঙ্কা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালের প্রায় দু'সপ্তাহ দেরিতে টুইটটি করেছেন। গ্লোবাল আইকনের টুইটে অনেকেই লিখেছেন, 'এই টুইটটা আরও ২ সপ্তাহ আগে জরুরি ছিল।'
অনেকে আবার সমর্থন জানিয়ে অভিনেত্রীকে লিখেছেন, 'ইউএস ইতিমধ্যে ভারতকে ভ্যাকসিন সাপ্লাই করা নিয়ে উদ্যোগ নিয়েছে'। 'দেশি গার্লে'র এই সাহসী পোস্টকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।