‘শরীরে আফগান রক্ত বইলেও আমি ভারতীয়,’ কটাক্ষের জবাবে বিগ বস তারকা আরশি খান
সম্প্রতি তাকে 'আপগানিস্তানি' বলে কটাক্ষ করার জবাব দিলেন ভারতীয় মডেল, অভিনেত্রী ও রিয়ালিটি শো তারকা আরশি খান। জানালেন, তাকে এই নিয়ে ক্রমাগত ট্রোল করা হচ্ছে।
আরশি জানান, তার জন্ম পাকিস্তানে হলেও তিনি ভারতীয় নাগরিক। এমনকি অনেকেই ভাবেন তিনি পাকিস্তানের বাসিন্দা। তাই প্রভাব পড়ে কাজের ওপরেও।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরশি বলেন, 'এমন অনেক সময় আছে যখন আমাকে ট্রোল করা হয়েছে, আমাকে কটাক্ষ করা হয়েছে আমার নাগরিকত্ব নিয়ে। অনেকেই ভাবেন আমি পাকিস্তানের বাসিন্দা, যে ভারতে রয়েছি বর্তমানে। আর এজন্য আমার কাজ পেতেও সমস্যা হয়। যেটা খুব খারাপ লাগে ভাবলে।'
'আমি একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই, মন থেকে ও নাগরিকত্বের দিক থেকে আমি ভারতীয়। আমার কাছে ভারতের বাসিন্দা হওয়ার সমস্ত কাগজ রয়েছে,' যোগ করেন তিনি।
নিজের পরিবারের সম্পর্কে বলতে গিয়ে ৩১ বছর বয়সী আরশি বলেন, 'আমি আফগানি পাঠান। আমার পরিবার ইউসুফ জাহির পাঠান পারম্পরিক দলের সদস্য। আমার দাদা আফগানিস্তান থেকে এদেশে চলে আসেন এবং ভূপালের জেলার ছিলেন। তাই আমার শিকড় আফগানিস্তানের হলেও আমি ভারতীয় নাগরিক।'
আফগানে মেয়েদের ওপর হয়ে চলা অত্যাচার তাকে শান্তি দিচ্ছে না বলেই জানান আরশি। বলেন, 'জন্মের পরপরই আমি পরিবারের সঙ্গে ভারতে চলে আসি। কিন্তু বিগত কয়েকদিন ধরে ওখানে যা হচ্ছে, তা সহ্য করতে পারছি না। ওখানকার মেয়েদের কথা ভাবলে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি শান্তি পাচ্ছি না। আমার মনে হচ্ছে, আজ যদি এ দেশে না আসতাম, তাহলে আমারও কি এই একই অবস্থা হতো?'