গ্যাল গাডটকে জড়িয়ে সেলফি, ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুট সেরে মুম্বাইয়ের পথে আলিয়া
জুন মাসেই মা হতে চলার খবর দিয়েছেন আলিয়া ভাট। যদিও তখন দেশে ছিলেন না তিনি। নিজের হলিউড ডেবিউ 'হার্ট অফ স্টোন'-এর শ্যুটে ছিলেন ইউরোপে। তবে এবার বাড়ি ফিরছেন। সোশ্যাল মিডিয়ার পোস্টে সেই খবরই জানিয়েছেন।
'ওয়ান্ডার ওম্যান'-এর গ্যাল গ্যাডটের সঙ্গে প্রথম ছবিটা দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। পরের ছবি শ্যুট দেওয়ার সময় তোলা। তৃতীয় ছবিটা টিমের সঙ্গে। আর চার নম্বর ছবিটা 'হার্ট অফ স্টোন'-এর পরিচালকের চেয়ারের।
আলিয়া ছবিগুলি শেয়ার করে লিখেন, 'হার্ট অফ স্টোন… তোমার কাছে আমার পুরো হৃদয় রইল। ধন্যবাদ সুন্দরী গ্যাল গ্যাডট, আমার পরিচালক টম হারপার, জ্যামি ডরম্যান তোমায় আজ মিস করেছি। আর গোটা টিমকে আমাকে এভাবে আপন করে নেওয়ার জন্য। যে ভালোবাসা আর যত্ন আমি পেয়েছি তার জন্য সারাজীবন আমি কৃতজ্ঞ থাকব।তোমরা ছবিটা কবে দেখবে ভেবেই আমি আর অপেক্ষা করতে পারছি না। কিন্তু আপাতত আমি বাড়ি ফিরছি বেবি।' সঙ্গে আবার ডান্সিং ইমোজি।
আলিয়ার পোস্টে কমেন্ট করেছেন গ্যাল। লিখেছেন, 'আমরা ইতোমধ্যেই তোমাকে মিস করতে শুরু করে দিয়েছি।' মেয়ের ঘরে ফেরার খবরে খুশি সোনি রাজদানও। কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিলেন তিনি।
তবে আপাতত দেশে ফিরেও আলিয়ার হাতে রয়েছে একগুচ্ছ কাজ। 'রকি অউর রানি'-র শ্যুট শেষ করতে হবে তাকে। তারপর ব্যস্ত হয়ে পড়বেন 'ব্রহ্মাস্ত্র'-র প্রচারে। আলিয়ার তরফ থেকে অফিসিয়াল ঘোষণা এখনও না হলেও, খবর রয়েছে নভেম্বরেই ভাট-কাপুর পরিবারে আসবে ছোট্ট সদস্য।