এক সপ্তাহের মধ্যে তিন চলচ্চিত্র নির্মাতাকে গ্রেপ্তার করলো ইরান
ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহীকে প্রসিকিউটরের কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এর মাধ্যমে মাত্র এক সপ্তাহেরও কম সময়ে তিনজন চলচ্চিত্র নির্মাতাকে গ্রেপ্তার করলো ইরান। ২০১৫ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ারজয়ী, ৬২ বছর বয়সী নির্মাতা পানাহীকে সোমবার তেহরান থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার পানাহী প্রসিকিউটরের কার্যালয়ে যান আরেক চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রসুলফের খোঁজ নিতে, সেখানেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। রসুলফও ২০২০ সালে 'দেয়ার ইজ নো ইভিল' সিনেমার জন্য গোল্ডেন বিয়ার জেতেন। রসুলফ ও তার সহকর্মী মোস্তফা আলিআহমাদকে গ্রেপ্তার করা হয় শুক্রবার। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা জনসাধারণের মানসিক নিরাপত্তা বিঘ্নিত করছেন এবং উস্কানি দিচ্ছেন।
গত ২৩ মে ইরানের আবাদান শহরে একটি দশতলা ভবন ধ্বসে পড়ার ঘটনায় শহরে যে প্রতিবাদ আরম্ভ হয়, সেখানে গুলি না চালাতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করে একটি চিঠি স্বাক্ষর করা হয়। এই স্বাক্ষরকারীদের মধ্যে যেসব চলচ্চিত্র নির্মাতা ছিলেন, তাদের দুজন হলেন রসুলফ ও আলিআহমাদ।
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ইরানের অর্থনৈতিক পরিস্থিতির ক্রমাবনতির মধ্যেই শুধুমাত্র ভিন্নমত পোষণের কারণে পুলিশ শান্তিপূর্ণ মানুষের উপর ধরপাকড় চালাচ্ছে। এমতাবস্থায়, ইরানের সাথে আন্তর্জাতিক গোষ্ঠীর পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারে।
এদিকে হিউম্যান রাইটস ওয়াচ রসুলফকে একজন স্পষ্টভাষী সমালোচক হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এর আগেও ইরানের আদালত তাকে এক বছরের জেল ও চলচ্চিত্র নির্মাণে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়। সেসময় তার বিরুদ্ধে অভিযোগ ছিল- তিনি তার চলচ্চিত্রের আধেয়র মাধ্যমে দেশের সিস্টেমের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।
চলচ্চিত্র নির্মাতাদের গ্রেপ্তার করার ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। পানাহী, রসুলফ ও আলিআহমাদের তাৎক্ষণিক মুক্তি চেয়ে একটি বিবৃতি দিয়েছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। কান কর্তৃপক্ষের ভাষ্যে, এই চলচ্চিত্র নির্মাতারা দেশের বেসামরিক নাগরিকদের উপর সহিংসতার প্রতিবাদ করেছেন।'
পানাহীর নির্মিত সিনেমা 'থ্রি ফেসেস' ২০১৮ সালে কানে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে। অন্যদিকে, ২০১১ সাল থেকে নিজের সিনেমার মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কার জিতে নিয়েছেন রসুলফ।
সূত্র: সিএনএন