'নারীত্বে'র দোহাই দিয়ে জনসাধারণকে প্রভাবিত করেছেন অ্যাম্বার হার্ড!
জনি ডেপ-অ্যাম্বার হার্ড মানহানি মামলা নিয়ে আদালতের নথিপত্র প্রকাশিত হওয়ার পর আরও একবার অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ডকে। এসব অভিযোগের মধ্যে রয়েছে তার 'বাতিকগ্রস্ত আচরণ' যা তার ঘনিষ্ঠজনদের বিরক্তির কারণ হয়েছিল।
ডেপ-হার্ড মামলার শুনানিকে কেন্দ্র করে আমেরিকান মডেল আয়ারল্যান্ড বলডুইন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অ্যাম্বার হার্ডকে 'মানুষ হিসেবে চরম বাজে' বলে আখ্যা দিয়েছিলেন।
সেসময় তিনি লিখেছিলেন, "পুরুষেরাও নির্যাতনের শিকার হতে পারে এবং এই নারীটি (অ্যাম্বার হার্ড) মানুষ হিসেবে চরম বাজে। আশা করি জনি ডেপ তার হারানো সম্মান ও আগের জীবন ফিরে পাবে। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমাগুলোতে তিনি যেমন দুর্দান্ত ছিলেন, তাকে সেভাবেই দেখতে চাই।"
সূত্র: জিও টিভি