অ্যাকশন থ্রিলার ‘ডে ড্রিঙ্কার’ দিয়ে ফিরছেন জনি ডেপ, আছেন পেনেলোপে ক্রুজ
বিখ্যাত জন উইক ফ্র্যাঞ্চাইজির প্রযোজকদের তৈরি সিনেমা 'ডে ড্রিঙ্কার'-এ অভিনয়ের মধ্যে দিয়ে চতুর্থবারের মতো জুটি বাঁধছেন জনি ডেপ ও পেনেলোপে ক্রুজ।
এর আগে এই জুটি 'ব্লো', 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস' এবং 'মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস'- এই তিনটি সিনেমায় অভিনয় করেছেন।
তবে তাদের সিনেমাগুলো সমালোচকদের খুব বেশি প্রশংসা কুড়াতে পারেনি। রটেন টম্যাটোসে তাদের সর্বোচ্চ রেটিং (৬০%) পাওয়া সিনেমা হলো 'মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস'। সিনেমা তিনটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১ দশমিক ১ বিলিয়ন ডলার আয় করেছে। এই আয়ের সিংহভাগই এসেছে 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস' থেকে।
'ডে ড্রিংকার'-সিনেমায় আরও একবার ডেপ ও ক্রুজের জুটি বাধার বিষয়টি নিশ্চিত করেছে লায়ন্সগেট।
জন উইক-এর প্রযোজক বেসিল আইওয়ানিক ও এরিকা লি এই ছবিটি তৈরি করছেন। তবে এটিকে পরিচালক মার্ক ওয়েব পরিচালিত অ্যাকশন থ্রিলার হিসেবেই প্রচার করা হচ্ছে। মার্ক ওয়েব '৫০০ ডেজ অব সামার', 'দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান' এবং এর সিক্যুয়েলের জন্য পরিচিত। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন 'ফাস্ট এক্স', 'দ্য টুমোরো ওয়ার', 'ডেডফল' এবং 'দ্য গর্জ'-খ্যাত চিত্রনাট্যকার জ্যাক ডিন।
এই সিনেমার মধ্য দিয়ে হলিউডে ডেপের যথাযোগ্য প্রত্যাবর্তন ঘটতে পারে
তিক্ত বিচ্ছেদ ও বিব্রতকর বিরতির পর 'ডে ড্রিংকার'- ডেপের সবচেয়ে হাই-প্রোফাইল সিনেমা। আর তাই এই সিনেমাটিকে ঘিরে তার ভক্ত ও সমালোচকদের আগ্রহের শেষ নেই।
ডেপ অভিনীত সাম্প্রতিক চলচ্চিত্রগুলির মধ্যে একটি হলো ২০২৩ সালের 'জন দ্যু ব্যারি', যেখানে তিনি পঞ্চদশ লুইয়ের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি সমালোচকদের খুব বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। বর্তমানে রটেন টম্যাটোসে সিনেমাটির রেটিং- সমালোচকদের কাছ থেকে ৪৯ শতাংশ এবং দর্শকদের কাছে ৯৫ শতাংশ। এতে বোঝা যায়, দর্শকদের এখনও ডেপের চলচ্চিত্রগুলোতে আগ্রহ রয়েছে।
উল্লেখ্য, ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড। পরবর্তীতে তিনি তার স্ত্রীর সঙ্গে এক বহুল আলোচিত মানহানির মামলায় জড়িয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত রায় ডেপের পক্ষেই গিয়েছিল।
'ডে ড্রিঙ্কার'-প্রজেক্টে এতগুলো বিখ্যাত মানুষের নাম জড়িয়ে আছে যে, শুধু নামের গুণেই সিনেমাটি দর্শক আকৃষ্ট করার জন্য যথেষ্ট। ডেপ এবং ক্রুজ তো আছেনই; পাশাপাশি জন উইক-ফ্র্যাঞ্চাইজির প্রযোজকদ্বয় এবং পরিচালক মার্ক ওয়েব; প্রত্যেকটিই শক্তিশালী নাম।
ওয়েব '৫০০ ডেজ অব সামার' দিয়ে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন এবং সেই প্রতিভাকে অ্যান্ড্রু গারফিল্ড অভিনীত 'স্পাইডার-ম্যান' সিনেমাগুলোতে আরও কয়েকগুণ বাড়িয়ে প্রমাণ দিয়েছেন। চিত্রনাট্যকার জ্যাক ডিনও 'ফাস্ট এক্স' এবং 'দ্য টুমোরো ওয়ার'- দিয়ে বাণিজ্যিক চলচ্চিত্রে তার কাজের দক্ষতা প্রমাণ করেছেন।
'ডে ড্রিঙ্কার', একটি প্রতিশ্রুতিশীল প্রজেক্ট
ওয়েবের একজন ভক্ত হিসেবে, 'ডে ড্রিঙ্কার' কেমন হবে তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি। '৫০০ ডেজ অব সামার' তার পরিচালিত অসাধারণ একটি সিনেমা।
এখন পর্যন্ত 'ডে ড্রিঙ্কার'-সিনেমাটিকে একটি প্রতিশ্রুতিশীল প্রজেক্ট বলেই মনে হচ্ছে। কারণ এই প্রজেক্টে ক্যামেরার সামনে এবং পিছনে একঝাঁক প্রতিভাবান মানুষ একত্র হয়েছেন। তাই আমি আশাবাদী যে সিনেমাটি ওয়েব, ডেপ এবং ক্রুজের নামের প্রতি সুবিচার করতে পারবে।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি