এফবিআই'র উচিত ছিল ব্র্যাড পিটকে গ্রেপ্তার করা: অ্যাঞ্জেলিনা জোলি
হলিউডের একসময়কার বিখ্যাত জুটি ছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এই তারকা দম্পতিকে পাওয়ার কাপল বললেও ভুল হতো না তখন! দুজনেই সিনেমাপ্রেমীদের উপহার দিয়েছেন অসাধারণ সব ছবি। স্বামী-স্ত্রী থাকাকালীন একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন অসংখ্য অনুষ্ঠানে।
কিন্তু সেসব সুখের দিন ২০১৬ সালেই চুকে গেছে, ওই বছরের সেপ্টেম্বরেই বিচ্ছেদের আবেদন করেন জোলি। এরপর থেকে দুজনের মধ্যে তিক্ততা শুধু বেড়েই চলেছে। তবে গণমাধ্যমের বরাতে, সম্প্রতি এক অবাক করা তথ্য সামনে এসেছে। জানা গেছে, ২০১৬ সালে ব্যক্তিগত বিমানের ভেতরে অ্যাঞ্জেলিনা জোলির সাথে দুর্ব্যবহার করায় পুলিশের হাতে প্রায় গ্রেপ্তার হতে চলেছিলেন ব্র্যাড পিট!
'ফাইট ক্লাব' অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ছিল, নিজেদের ব্যক্তিগত বিমানের মধ্যে তিনি মাতাল হয়ে জোলির সাথে মাত্রাতিরিক্ত দুর্ব্যবহার করেন। এদিকে যুক্তরাষ্ট্রের আকাশসীমার মধ্যে সংঘটিত যেকোনো ঘটনাই দেশটির সরকারের বিচারের এখতিয়ারে পড়ে। তাই জোলি-পিটের এই ঘটনার তদন্ত করেছিল এফবিআই।
কিন্তু সংক্ষিপ্ত তদন্ত শেষে এফবিআই 'বুলেট ট্রেন' তারকাকে ছেড়ে দেয় বলে সেসময় জানিয়েছিল দ্য গার্ডিয়ান। আর সেই ঘটনার ক্ষোভ এখনো মনে পুষে রেখেছেন অ্যাঞ্জেলিনা জোলি।
২০১৬ সালের সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলেস কাউন্টি বিভাগ ব্র্যাড পিটকে নির্দোষ দেখায়। কিন্তু এ ঘটনার পাঁচদিন পরেই পিটের কাছ থেকে বিচ্ছেদের আবেদন করেছিলেন জোলি!
কি ঘটেছিল সেদিন?
পুক নিউজ- এর এরিক গার্ডনার নিশ্চিত করেছেন, এফবিআই এর মামলায় বাদী ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি এবং তদন্তের দায়িত্বে থাকা এজেন্ট একটি সম্ভাব্য কারণ দেখিয়ে পিটকে গ্রেপ্তার করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা অভিনেতাকে ছেড়ে দেন।
সেদিন বিমানে কী ঘটেছিল তার বর্ণনা দিয়েছেন জোলি। তিনি জানান, ব্র্যাড পিট সেদিন মাতাল অবস্থায় তাকে ধরে বিমানের পেছনের অংশে নিয়ে যান। তাকে কড়া ভাষায় বলতে থাকেন, "তুমি এই পরিবারটাকে নষ্ট করছো।" একই সাথে তিনি জোলিকে আঘাতও করেছিলেন বলে দাবি অভিনেত্রীর। এর প্রমাণস্বরূপ তিনি তার আহত কনুইয়ের ছবিও দিয়েছিলেন এফবিআই এজেন্টকে।
এখানেই শেষ নয়, বিমানে ওই ঘটনার সময় ব্র্যাড পিট জোর করে অ্যাঞ্জেলিনা জোলির উপর বিয়ার ঢেলে দিয়েছিলেন বলেও অভিযোগ এসেছে। তবে এই সব অভিযোগই অস্বীকার করেছেন ব্র্যাড পিট। কিন্তু এফবিআই কেন সেদিন মার্কিন অভিনেতাকে গ্রেপ্তার করেনি, আজও তার জবাব চাইছেন জোলি।
সূত্র: মার্কা