বিপদের দিনে অ্যাম্বার হার্ডের পাশে দাঁড়াচ্ছেন না তার বন্ধুরা!
প্রাক্তন স্বামী জনি ডেপের আনা মানহানি মামলায় পরাজয়ের পর হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের ব্যক্তিগত জীবন, পেশাদার ক্যারিয়ার ও সোশ্যাল মিডিয়ায় তারকাখ্যাতি এক ধাক্কায় তলানিতে গিয়ে পৌছেছে! মামলার রায়ে ভার্জিনিয়ার আদালত 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রীকে নির্দেশ দিয়েছেন, ডেপকে ১০ মিলিয়ন ডলে ক্ষতিপূরণ দিতে; যা কমে ৮.২ মিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। কিন্তু মার্কিন অভিনেত্রীর যে এই টাকা দেওয়ার সামর্থ্য আপাতত নেই, তা রায়ের পরপরই জানা গেছে।
জিও টিভি সূত্রে জানা গেছে, এই বিপদের দিনে বন্ধুদের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন অ্যাম্বার হার্ড। কিন্তু একসময় যাদের সাথে পার্টি করতেন, সেসব বন্ধুরা এখন অ্যাম্বার হার্ডকে সাহায্য করা তো দূরের কথা, বরং তাকে এড়িয়ে চলছেন! আর্থিক সংকটের কারণে ইতোমধ্যেই আগের চেয়ে ছোট বাড়িতে থাকা শুরু করেছেন অভিনেত্রী, এমনকিও চাকরিও খুজে পাচ্ছেন না!
গণমাধ্যমের প্রতিবেদনে এও উঠে এসেছে যে, একাধিক বিখ্যাত হলিউড তারকা অ্যাম্বার হার্ডের প্রতি সহানুভূতি দেখাতে ও তাকে সাহায্য করতে অস্বীকার করেছেন। এদের মধ্যে রয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, মার্গট রবি ও কারা ডেলভিংনে।
জনি ডেপকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বন্ধুদের কাছে সাহায্য চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন। তাহলে আর কিইবা বা বিকল্প রাস্তা রয়েছে অ্যাম্বার হার্ডের জন্য? আপাতত হলিউডের কোনো ছবিতে অভিনয়ের প্রস্তাবও আসছে না তার কাছে। এরই মধ্যে কিছুদিন আগে গুজব ওঠে, অ্যাম্বার হার্ডকে 'অ্যাডাল্ট ফিল্ম'-এ অভিনয়ের জন্য মোটা অংকের টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। জেন মডেলস- এর প্রেসিডেন্ট ভেরোনিকা মাজারিয়ানের ভাষ্যে, এই কাজের জন্য অ্যাম্বার হার্ডকে ৯ মিলিয়ন ডলার দিতে রাজি আছে সংস্থাটি। তবে অ্যাম্বার হার্ডের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সাড়াশব্দই পাওয়া যায়নি।
সূত্র: মার্কা