১৫ বছর পর আবারও ওশান'স ফ্র্যাঞ্চাইজির সিনেমায় ব্র্যাড পিট-ক্লুনি-ডেমন ত্রয়ী!
দীর্ঘ ১৫ বছর পর ওশান'স ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট, জর্জ ক্লুনি ও ম্যাট ডেমন! ২০০৭ সালে এ সিরিজের সর্বশেষ সিনেমা 'ওশান'স থার্টিন' মুক্তির পর এই ত্রয়ী জানিয়েছিলেন, একসঙ্গে এটাই তাদের শেষ কাজ। কিন্তু ভক্তদের চমকে দিয়ে আবারও একই পর্দায় দেখা দেবেন এই তিনজন!
ফ্র্যাঞ্চাইজিতে ড্যানি ওশান, রাস্টি ওশান ও লিনডাস ক্যাল্ডওয়েলের ভূমিকায় দেখা গিয়েছিল যথাক্রমে জর্জ ক্লুনি, ব্র্যাড পিট ও ম্যাট ডেমনকে। ২০০৮ সালে 'ওশান'স ফোরটিন' ফিরিয়ে আনার কথা থাকলেও হলিউড তারকা বার্নি ম্যাকের (যিনি ফ্রাংক ক্যাটন চরিত্রে অভিনয় করেছিলেন) মৃত্যুর পর তা থেমে যায়।
ওশান'স ত্রয়ীর ফিরে আসার খবর প্রসঙ্গে ডেইলি মেইল অনলাইনকে এক সূত্র জানিয়েছে, "কয়েক বছর ধরেই জর্জ ক্লুনি, ব্র্যাড পিট ও ম্যাট ডেমনের একসঙ্গে একটি সিনেমায় অভিনয়ের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। কিন্তু তাদের শিডিউল মেলানো সম্ভব হচ্ছিলো না। কিন্তু শেষ পর্যন্ত সময় এসেছে তাদেরকে একত্রিত করার। এই ত্রয়ীকে একই পর্দায় দেখতে পেলে দারুণ মজার ব্যাপার হবে। কারণ এই ফ্র্যাঞ্জাইজির গল্পটা খুবই সুন্দর এবং প্রশংসনীয়।"
২০০১ সালে মুক্তি পায় ওশান'স ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা 'ওশান'স ইলেভেন'। ছবিটি বক্স অফিসে ৪৫০ মিলিয়ন ডলার আয় করে এবং পরবর্তীতে এর দুটি সিক্যুয়েল নির্মাণ করা হয়। তিনটি ছবিরই পরিচালক হিসেবে ছিলেন স্টিভেন সোডারবার্গ।
সূত্র: ডেইলি মেইল