সুপারহিরো সিনেমা বাঁচাতে সুপারম্যানের এক সুপারডগ নিয়ে ফিরে আসা!
জেমস গান পরিচালিত নতুন সুপারম্যান সিনেমার প্রথম ট্রেলার প্রকাশিত হয়েছে। এটি ২০২৫ সালের অন্যতম বড় সিনেমা হিসেবে হলিউডের প্রত্যাশা পূরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট। এই ছবি ডিসি স্টুডিওর নতুন যুগ শুরু করতে যাচ্ছে। ২০২২ সালে গুন এবং প্রযোজক পিটার সাফরান স্টুডিওর দায়িত্ব নেন।
ট্রেলারে দেখা যায়, বরফে ঢাকা স্থানে সুপারম্যান পৃথিবীতে এসে পড়েন এবং ক্রিপ্টো 'দ্য সুপারডগ' তাকে পুনর্জীবিত করে। ক্রিপ্টো দর্শকদের প্রিয় চরিত্র হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুই মিনিটের ট্রেলারে নতুন লোইস লেন হিসেবে র্যাচেল ব্রসনাহান এবং খলনায়ক লেক্স লুথর চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টকে দেখা গেছে।
কোরেনসওয়েট (৩১) "দ্য পলিটিশিয়ান", "হলিউড" এবং "উই ওন দিস সিটি" টিভি সিরিজে কাজ করেছেন। তিনি একটি বড় সুপারম্যান সিনেমায় চতুর্থ ব্যক্তি হিসেবে সুপারম্যানের চরিত্রে অভিনয় করছেন।
হেনরি ক্যাভিল ২০১৩ সালের "ম্যান অব স্টিল" এবং এর স্পিন-অব সিনেমাগুলোতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ২০২২ সালে এই চরিত্রে আবার ফেরার ঘোষণা দিয়েছিলেন। তবে গান ও স্যাফরান ডিসি-এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন।
অনেক ভক্ত মনে করেন, ক্যাভিলকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে এবং সম্প্রতি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাকে (ক্যাভিল) তার সুপারম্যান সাগা শেষ করার সুযোগ দেওয়া উচিত।
কিন্তু কোরেনসওয়েট এখন সুপারম্যানের চরিত্রটি নিজের করে নিয়েছেন। ট্রেলারে তাকে একটি বিস্ফোরণ থেকে একট মেয়ে উদ্ধার করতে, কাচের কেবিনেট ভেঙে বেরিয়ে আসতে এবং লোইস এর সাথে মাঝ আকাশে চুমু খেতে দেখা গেছে।
ট্রেলারে আরও কিছু চরিত্র প্রকাশ করা হয়েছে, যেমন গাই গার্ডনার/গ্রিন ল্যানটার্ন, রেক্স মেসন/মেটামর্ফো, হকগার্ল এবং মাইকেল হোল্ট/মিস্টার টেরিফিক।
ট্রেলারটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সিনেমাটি ২০২৫ সালের ১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
হলিউড বর্তমানে ব্লকবাস্টার সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ ধরে রাখতে লড়াই করছে। সাম্প্রতিক সময়ে একাধিক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়েছে এবং "সুপারহিরো ক্লান্তি" দেখা দিয়েছে।
ডিসি স্টুডিওর সাম্প্রতিক সিনেমাগুলো বড় সাফল্য আনতে পারেনি। 'শাজাম! ফিউরি অব দ্য গডস', 'দ্য সুইসাইড স্কোয়াড', 'ওয়ান্ডার ওম্যান ১৯৮৪' এবং 'জোকার: ফোলি আ ডিউক্স' সিনেমাগুলো উত্তর আমেরিকার বক্স অফিসে ৬০ মিলিয়ন ডলার আয় করতে ব্যর্থ হয়েছে।
বক্স অফিস বিশেষজ্ঞ ডেভিড এ গ্রস বলেছেন, এখন সুপারহিরো সিনেমার জন্য পরিচিত গল্প ছাড়া কিছুই কাজ করছে না। তিনি বলেন, "সুপারম্যান একটি ক্লাসিক গল্প, যা বর্তমান বাজারে সাফল্যের সম্ভাবনা রাখে।"
জেমস গান পরিচালিত নতুন সুপারম্যান সিনেমা সুপারহিরোর কল্পনাপ্রধান জগৎকে বাস্তবের সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে। গান বলেছেন, এতে "ব্যাপক অ্যাকশন" থাকবে এবং গল্পটি "স্বল্প সময়ে" এগোবে।
তিনি বলেন, সিনেমায় যথেষ্ট রসিকতা থাকবে, তবে তার আগের সিনেমাগুলোর তুলনায় কম। তিনি গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি বা সুইসাইড স্কোয়াডের মতো বেশি হাস্যরস রাখেননি।
সুপারম্যানের লাল ট্রাঙ্কস ফিরে আসার বিষয়ে গান জানান, এটি অভিনেতা ডেভিড করেনসুয়েটের পরামর্শে হয়েছে।
করেনসুয়েট বলেছেন, সুপারম্যান চান শিশুরা তাকে ভয় না পেয়ে ভালোবাসুক। তার পোশাক তার শক্তি এবং ইতিবাচকতার প্রতীক।