বলিউডের সর্বাধিক উপার্জিত ছবি এখন ‘ব্রহ্মাস্ত্র’!
এ বছর বলিউডের সবচেয়ে বেশি উপার্জন করা মুভি হিসেবে নাম লেখালো 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'। মুক্তির দ্বিতীয় সপ্তাহে ভারতের সিনেমা হলে ৫০ শতাংশ গ্রোথ হয়েছে রণবীর-আলিয়া জুটি অভিনীত এই মুভির।
ট্রেড সোর্সের খবর অনুসারে অয়ন মুখোপাধ্যায়ের এই সিনেমা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আয় করেছে ১৫-১৬ কোটি।
যেখানে একদিন আগে অর্থাৎ ১৬ সেপ্টেম্বর আয় ছিল ১০.৫ কোটির মতো; ১৫ সেপ্টেম্বর ৯ কোটি।
সব মিলিয়ে ভারতে মোট ২০০ কোটি আয় করে ফেলেছে এই সাই-ফাই থ্রিলার। দেশের বাইরের আয় মিলিয়ে এই সংখ্যা ৩৫০ কোটি।
আয়ের দিক থেকে ব্রহ্মাস্ত্র ছাড়িয়ে গেছে চলতি বছরে বলিউডের আরেক চর্চিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'কে। কাশ্মীর ফাইলসের আয় ছিল ৩৪০ কোটি।
তবে দেশের আয়ের ভিত্তিতে এখনও দু' নম্বরে রয়েছে ব্রহ্মাস্ত্র। ছাড়িয়ে গিয়েছে ভুল ভুলাইয়া ২-র আয় ১৮৫ কোটিকে। তবে এখনও সেই হিসেবে শুরুতেই রয়েছে দ্য কাশ্মীর ফাইলস। দেশে সেই ছবির আয় ছিল ২৫২ কোটি। তবে এই সিনেমা বানানোর বাজেট ছিল মাত্র ১৫ কোটি। অর্থাৎ লাভের অঙ্কে এটি ব্রহ্মাস্ত্রের থেকে অনেক অনেক গুণ এগিয়ে।
তবে বাজেটের হিসেবে দেখতে গেলে এখনও কিন্তু হিট বলা যায় না 'ব্রহ্মাস্ত্র'কে। কারণ সিনেমা বানাতে যে ৪৫০ কোটি খরচ হয়েছে সেটাই এখনও ঘরে ঢোকেনি। সঙ্গে পারিপার্শ্বিক খরচ তো আছেই।