‘কথা দিচ্ছি আরও ভালো করব’, ইন্ডাস্ট্রিতে ১০ বছর কাটিয়ে আলিয়া
দেখতে দেখতে ১০ বছর পার। বুধবার ভারতীয় সিনেমায় ১০ বছর পূর্ণ করলেন আলিয়া ভাট। ২০১২ সালের ১৯ অক্টোবর মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'। দর্শক পেয়েছিল তিন নতুন মুখ- অলিয়া, বরুণ এবং সিদ্ধার্থকে। এই ১০ বছরে কত কী বদলে গিয়েছে!
এখন তিনজনই বলিউডের বড় নাম। বিশেষ দিনে আবেগপ্রবণ হয়ে উঠলেন আলিয়া। নিজের ছবি পোস্ট করে লিখলেন, "আজ ১০ বছর পূরণ হল...প্রতিটা দিন প্রতিটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। আরও ভাল কাজ করার, বড় স্বপ্ন দেখার এবং আরও বেশি পরিশ্রম করার প্রতিশ্রুতি দিলাম। এই ভালবাসা দেওয়ার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।"
১০ বছরে অনেক ভাল ভাল ছবি উপহার দিয়েছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা। পেশাদার জীবনে তারা যেমন সফল, তেমনই ব্যক্তিগত জীবনেও অনেকটাই এগিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই রণবীর কাপুরের সঙ্গে সংসার পেতেছেন আলিয়া। দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বরুণ। শোনা যাচ্ছে আগামী বছর সিদ্ধার্থও নাকি কিয়ারা আদভানির সাথে বিয়েটা সেরে নেবেন।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা