আবারও বড়পর্দায়! এবার তামিল ছবি প্রযোজনায় ধোনি
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) তিনি খেলেন চেন্নাইয়ের দলে। সেই থেকেই ভারতীয় ক্রিকেট দলের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তামিলনাড়ুর ঘনিষ্ঠতা। সম্পর্কটা এমনই গাঢ় যে মাহিকে সেখানে 'থালাইভা' বা নেতা হিসেবে ডাকা হয়। ক্রিকেটের পর এবার সেই সম্পর্ককে আরও পাকাপোক্ত করতে ধোনির সংস্থা নামছে তামিল ছবি প্রযোজনায়। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার।
স্ত্রী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের নির্যাসের উপর ভর করে তৈরি হচ্ছে একটি পারিবারিক ছবি। যদিও আর পাঁচটা পারিবারিক ছবির সঙ্গে নাকি ধোনি প্রযোজিত ছবির পার্থক্য প্রচুর।
ধোনি এন্টারটেনমেন্টের ব্যানারে তামিল ছবিটির পরিচালনা করবেন রমেশ থামিলমনি। ধোনির ছবিতে কে কে কাজ করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। দ্রুত নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রমেশ।
রমেশ বলছেন, ''সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের নির্যাসটি পড়ে আমি উৎসাহিত হই। এটা একদম অন্য ধরনের। একটি দুর্দান্ত পারিবারিক ছবি হওয়ার পর্যাপ্ত রসদ এতে মজুত। ছবিটি করার জন্য সবাই মুখিয়ে আছি।''
তবে শুধু তামিলেই আটকে থাকতে রাজি নন ধোনি। তার নজর বিভিন্ন ভাষায়। আপাতত তামিল দিয়ে অভিযান শুরু করছেন। তবে মূল লক্ষ্য অন্য ধারার ছবি তৈরি। শোনা যাচ্ছে, কল্পবিজ্ঞান, অপরাধমূলক ছায়াছবি, হাসির ছবি ছাড়া রুদ্ধশ্বাস থ্রিলারেও হাত পাকানোর ইচ্ছে রয়েছে ধোনি এন্টারটেনমেন্টের। যদিও শুরুটা হল থালাইভার প্রিয় তামিল-ভূম থেকেই।