অবশেষে 'অ্যাকুয়াম্যান ২' চলচ্চিত্র থেকে বাদ পড়ছেন অ্যাম্বার হার্ড?
ডিসি ফিল্মস-এর প্রযোজনায় আসন্ন চলচ্চিত্র 'অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম' নিয়ে জটিলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি এই জটিলতার সম্মুখভাগে রয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড, যিনি এর আগে 'অ্যাকুয়াম্যান' সিনেমায় একটি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু কয়েক মাস আগে গুঞ্জন শুরু হয় যে, অ্যাকুয়াম্যান'র সিক্যুয়েলে অ্যাম্বার হার্ড নন, বরং এমিলিয়া ক্লার্ককে বেছে নেওয়ার পরিকল্পনা করছেন প্রযোজকরা।
জনপ্রিয় ইউটিউব ব্যক্তিত্ব সিল আবদুলের ভবিষদ্বাণীর প্রেক্ষিতে শুরু হয় ছবিটিতে অ্যাম্বার হার্ডের থাকা নিয়ে তুমুল আলোচনা। আবদুলের দাবি, সিক্যুয়েলে আগের পর্বের সব অভিনেতা-অভিনেত্রী থাকলেও, থাকছেন না 'মেরা'র চরিত্রে অ্যাম্বার হার্ড। নিজের দাবির সপক্ষে প্রমাণও দেখাতে চেয়েছেন এই ইউটিউবার।
সাধারণত ইউটিউব ব্যক্তিত্বদের এ ধরনের হিসেব-নিকেশকে তেমন গুরুত্ব দেওয়া হয় না কিংবা সন্দেহের চোখে দেখা হয়। কিন্তু অ্যাম্বার হার্ডের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। প্রাক্তন স্বামী জনি ডেপের আনা মানহানি মামলায় হেরে যাওয়ার পর থেকেই অ্যাম্বার হার্ডের ভরাডুবি! নেটিজেনদের তীব্র সমালোচনা ও বিদ্বেষের সামনে পড়ে তার ক্যারিয়ার এখন ঝুঁকির মুখে। অনেক পরিচালক-প্রযোজকই এই মার্কিন অভিনেত্রীকে ছবিতে নেওয়ার ব্যাপারে দোনোমনা করছেন।
এদিকে অ্যাম্বার হার্ড নিজেই দাবি করেছেন, মানহানি মামলায় জুরিদের রায়কে ঘিরে তার সম্মানহানি হয়েছে এবং 'অ্যাকুয়াম্যান ২'-এ অভিনয়ের ক্ষেত্রে অবস্থান দুর্বল হয়েছে।
ডিসি সুপারহিরো ফিল্ম অ্যাকুয়াম্যান-এ 'মেরা'র চরিত্রে অভিনয়ের পাশাপাশি 'ড্রাইভ অ্যাংরি' ও 'দ্য স্টেপফাদার'-এও তার বড় চরিত্রে অভিনয়ের কথা ছিল। এখন শুধু দেখার অপেক্ষা যে অভিনেত্রীকে আসলেই 'অ্যাকুয়াম্যান ২' থেকে বাদ দেওয়া হবে নাকি সবই ছিল স্রেফ গুজব!
সূত্র: মার্কা