ক্রিকেটের পর এবার বলিউডে নতুন ইনিংস শুরু করছেন শিখর ধাওয়ান!
ক্যারিয়ারের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। এই বাঁহাতি ব্যাটসম্যান এবার পদার্পণ করবেন বলিউডে। হুমা কুরেশির সঙ্গে 'ডাবল এক্সএল' ছবিতে তাকে অভিনয় করতে দেখা যাবে। সতরাম রমানির পরিচালনায় এই চলচ্চিত্রটি মুক্তি পেতে চলেছে আগামী ৪ নভেম্বর।
ছবির বিষয়ে কথা বলতে গিয়ে শিখর ধাওয়ান জানান, অভিনয়টা তার স্বভাবজাত। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় একাধিক রিলস বানিয়ে পোস্ট করেন তিনি.
ধাওয়ান আরও জানান, এই ছবির শ্যুটিংয়ে গিয়ে তিনি দারুণ মজার মজার কাজ করেছেন। তাকে নাচ শেখানো হলে সেটা দ্রুত শিখে ফেলেন এবং সঠিকভাবেই পারফর্ম করার চেষ্টা করেন। দর্শকদের উদ্দেশ্যে এই ক্রিকেটার-অভিনেতা বলেন, এই ছবিটির মাধ্যমে সমাজকে একটি চমতকার বার্তা দেওয়া হয়েছে। মানুষের চেহারা নিয়ে সমাজে নানা বদ্ধমূল ধারণা রয়েছে যা ভাঙার চেষ্টা করবে এই সিনেমা, দর্শকের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে 'ডাবল এক্সএল'। অভিনেতা আরও জানান, এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে দারুণ খুশি হয়েছিলেন তিনি!
"খেলার পাশাপাশি সময় পেলে ভালো সিনেমা দেখতেই পছন্দ করতাম। আর যখন ছবিতেই অভিনয় করার সুযোগ এল সেটা মন্দ লাগেনি। প্রতিদিন ৮-৯ ঘণ্টা শ্যুটিং করতাম", বলেন শিখর ধাওয়ান।
অনেকেই মনে করছেন, শিখর ধাওয়ানের অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করার জন্য এই সিনেমাটি যাকে বলে 'পারফেক্ট'!
এদিকে অভিনেতা জানিয়েছেন, ছবির কাজ চলাকালীন সহ-শিল্পী হুমা কুরেশি তাকে অনেক সাহায্য করেছেন। হুমা কুরেশি সম্পর্কে এই ক্রিকেটার বলে, হুমা একজন অত্যন্ত ভালো মানুষ এবং হাসিখুশি প্রাণবন্ত একজন নারী। হুমা তাকে স্বচ্ছন্দ্য বোধ করেই অভিনয় করতে সাহায্য করেছেন।
সিনেমার শ্যুটিং শেষ হয়ে গিয়েছে, আর কয়েকদিন পর সিনেমা মুক্তি পাবে। তবুও শিখর ধাওয়ান আর হুমার মধ্যে যে ভালো বন্ধুত্ব বজায় আছে সেটিও এই বাঁহাতি ক্রিকেটার তথা নবাগত অভিনেতা জানাতে ভোলেননি।
তবে ভবিষ্যতেও শিখর ধাওয়ানকে অভিনয় করতে দেখা যাবে কিনা, এমন প্রশ্নে এই তারকা জানান, যদি তিনি ভাল সুযোগ পান এবং তার সময় থাকে তাহলে তিনি নিশ্চয়ই চলচ্চিত্রে অভিনয় করবেন, যদিও পুরোটাই তার শিডিউলের উপর নির্ভর করবে।