ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আফসানা মিমি
ভারতের গোয়ায় প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া'। ভারতের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে।
বাংলাদেশ থেকে 'পাতাল ঘর' নামের একটি সিনেমা উৎসবে প্রদর্শিত হবে। নুর ইমরান মিঠুর পরিচালনায় এটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আফসানা মিমি। উৎসবে পরিচালক ও প্রযোজকের সঙ্গে আফসানা মিমিও সেখানে উপস্থিত থাকবেন।
টিবিএসকে মিমি বলেন, 'এই সিনেমার মূল গল্পে আমি অভিনয় করেছি। একজন মায়ের চরিত্রে এতে আমাকে দেখা যাবে, যে একমাত্র মেয়েকে নিয়ে জীবনযুদ্ধে অবতীর্ণ হয়। এতে অভিনয় করে বেশ ভালো লেগেছে আমার। ভারতের এই চলচ্চিত্র উৎসবে যাওয়ার জন্য মনস্থির করেছি। আশা করছি আমার অভিনীত সিনেমাটি উৎসবের দর্শকদের ভালো লাগবে।'
এদিকে ওটিটি প্লাটফর্মেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। সম্প্রতি 'নিখোঁজ' নামের একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য চরকি অ্যাওয়ার্ডে ক্রিটিক চয়েস বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। নতুন একটি ওয়েব সিরিজে অভিনয়েরও প্রস্তুতি নিচ্ছেন মিমি। অভিনয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।