১৮ নভেম্বর মুক্তি পাবে ‘বীরকন্যা প্রীতিলতা’
বাংলা নাটকের পরিচিত মুখ নুসরাত ইমরোজ তিশার চলচ্চিত্রে অভিনয়ের গল্প নতুন নয়। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে প্রদীপ ঘোষের পরিচালনায় সরকারী অনুদানে নির্মিত ' বীরকন্যা প্রীতিলতা' নামের একটি সিনেমায় নাম ভূমিকায় অভিনয় শুরু করেন তিনি। তবে করোনা মহামারির কারণে বারবার ছবির কাজ পিছিয়ে অবশেষে এটি মুক্তি পাচ্ছে ১৮ নভেম্বর।
সেলিনা হোসেনের গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প তুলে ধরা হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনালগ্নে উপমহাদেশে নারীদের মধ্যে প্রথম দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন প্রীতিলতা।
সিনেমা মুক্তি উপলক্ষে এরই মধ্যে প্রচারণাও শুরু হয়েছে এবং প্রথম প্রচারণা চালানো হয়েছে রাজধানীর ইডেন মহিলা কলেজে। সম্প্রতি ইডেন মহিলা কলেজে সিনেমার পরিচালকের সঙ্গে হাজির হয়েছিলেন তিশা, মনোজ প্রামাণিক এবং সিনেমার সংগীত পরিচালক বাপ্পা মজুমদার।
এ ছবিতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, "কিছু চরিত্র থাকে যেগুলোতে অভিনয় করতে পারলে মনে প্রশান্তি অনুভব হয়। প্রীতিলতা তেমনই একটি চরিত্র। এই ছবিতে অভিনয় করতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। কাজটি মোটেও সহজ ছিলনা। তবে পরিচালকসহ টিমের সবার সহযোগিতায় শেষ পর্যন্ত সহজ হয়েছে কাজটি।' এদিকে শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধুর বায়োপিক এবং নেয়ামুল মুক্তার 'রক্তজবা' নামের দুটি সিনেমায়ও অভিনয় করেছেন তিশা।