কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতানো কে এই জাংকুক?
ব্যতিক্রমী এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে কাতার বিশ্বকাপের। তবে জমকালো আয়োজনের মধ্যে আলাদা করে চোখে পড়েছে কে-পপ ব্যান্ড বিটিএসের গায়ক ও সুপারস্টার জাংকুকের পারফরমেন্স। 'ড্রিমারস' শিরোনামের গান গেয়ে ও নাচের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন এই তারকা। কিছুদিন আগেই কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে জাংকুকের পারফর্ম করার বিষয়টি নিশ্চিত করেছিল বিটিএস। ব্যান্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছিল, বিশ্বকাপের অফিসিয়াল সাউন্ডট্র্যাকেও কণ্ঠ দেবেন জাংকুক।
এক টুইটার পোস্টে বিটিএস লিখেছিল- "আমরা গর্বের সাথে ঘোষণা করছি যে ২০২২ ফিফা বিশ্বকাপের সাউন্ডট্র্যাকে কণ্ঠ দেবেন জাংকুক এবং তিনি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করবেন। স্টে টিউনড!"
এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকেই জাং কুকের চোখ ধাঁধানো পারফরমেন্সের ছবি-ভিডিওতে সোশ্যাল মিডিয়া সয়লাভ! কিন্তু কে এই জাংকুক? কিভাবেই বা এত খ্যাতির শিখরে উঠলেন তিনি?
২৫ বছর বয়সী জাংকুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য। সাম্প্রতিক বছরগুলোতে জাংকুকের বেশকিছু একক গান মুক্তি পেয়েছে। বিটিএসের 'প্রুফ' নামের অ্যালবামটি মুক্তি পাওয়ার পর জাংকুকের একক গান 'মাই ইউ' মুক্তি পায়। চলতি বছর তিনি বিটিএসের সুগার সাথে 'স্টে অ্যালাইভ' গানেও কণ্ঠ দিয়েছেন, যেটি 'সেভেন ফেইটস: চাখো' অ্যানিমেশন সিরিজেও যুক্ত করা হয়েছিল।
২০২০ সালে বিটিএসের বার্ষিক পার্টিতে জাংকুক তার প্রথম একক গান 'স্টিল উইথ ইউ' প্রকাশ করেন। এই মুহূর্তে তিনি বিশ্বকাপের সাউন্ডট্র্যাক হিসেবে 'ড্রিমারস' মুক্তি দেওয়ার অপেক্ষায় আছেন।
কাতারের আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের দিন জাংকুকের পারফরমেন্স পছন্দ করেননি এমন লোক খুজে পাওয়া মুশকিল। জানা গেছে, 'ড্রিমারস'-এর অফিসিয়াল মিউজিক ভিডিও ফিফার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ২২ নভেম্বর।
এদিকে কাতার বিশ্বকাপে পারফর্ম করতে রাজি হওয়ায় ভক্তদের তোপের মুখেও পড়েছেন জাংকুক। মূলত কাতারে মানবাধিকার লঙ্ঘন ও এলজিবিটিকিউ+ কমিউনিটির প্রতি দেশটির নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিতর্কের কারণে প্রতিবাদস্বরূপ ডুয়া লিপা, শাকিরার মতো তারকারা উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে রাজি হননি। কিন্তু শীর্ষ তারকাদের মধ্যে জাংকুক অনুষ্ঠানে অংশ নেওয়ায় বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি অনেক ভক্ত।
সূত্র: এএস