জনি ডেপ ইস্যুতে আবারো আইনি জটিলতায় অ্যাম্বার হার্ড
জনি ডেপ ইস্যুতে আবারো আইনি জটিলতায় জড়াচ্ছেন অ্যাম্বার হার্ড। নিজের সাবেক ইন্স্যুরেন্স কোম্পানি নিউইয়র্ক মেরিন অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স কোং এর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের এই অভিনেত্রী। খবর মার্কার।
প্রাক্তন স্বামী জনি ডেপের কাছে মানহানির মামলায় অ্যাম্বার হেরে যাওয়ার পর তার ক্ষতিপূরণের টাকা দিতে অস্বীকৃতি জানায় ইন্স্যুরেন্স কোম্পানিটি। এতেই কোম্পানির বিরুদ্ধে মামলা ঠুকে দিচ্ছেন তিনি।
মামলায় হারার পর ফেয়ারফ্যাক্স আদালত আদেশ দেয়, অ্যাম্বার হার্ডকে ১০ মিলিয়ন ডলার দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে। তাকে আরও পাঁচ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে বলে আদেশ দেয় আদালত। তবে, ভার্জিনিয়া রাজ্যে একটি সংবিধিবদ্ধ সীমার কারণে এই অর্থের পরিমাণ ৩ লাখ ৫০ হাজার ডলারে কমিয়ে আনা হয়।
টিএমজি-র সূত্রে জানা গেছে, এই আদেশের পর অ্যাম্বার দাবি করেন, ক্ষতিপূরণের টাকা তার মিলিয়ন ডলার ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে কাভার করতে হবে। কিন্তু তা করতে রাজি হয়নি কোম্পানিটি।
নিউইয়র্ক মেরিন অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স কোং জানায়, আদালতে যেহেতু অ্যাম্বারের বিরুদ্ধে 'ইচ্ছাকৃতভাবে অসদাচরণ' এর বিষয়টি প্রকাশ পেয়েছে, তাই তার জন্য ইন্স্যুরেন্স পলিসির প্রয়োগ ঘটাবে না তারা।
এর আগে অ্যাম্বার দাবি করেন, কোম্পানিটি তাকে ডিফেন্স কস্ট হিসেবে ১ মিলিয়ন ডলার দিবে বলে আশ্বাস দিয়েছিল, তা যেভাবেই হোক না কেন। এ আশ্বাসকে 'নিঃশর্ত' চুক্তি হিসেবে উল্লেখ করে অ্যাম্বার বলেন, কোম্পানিটি তাদের চুক্তি মেনে চলেনি।