এবার গোল্ডেন গ্লোবের দৌড়ে ‘আরআরআর’! দুটি বিভাগে পেল মনোনয়ন
দেশে সুনাম কুড়ানোর পর এবার বিশ্বের মঞ্চে প্রতিযোগিতায় লড়বে তেলেগু সিনেমা 'আরআরআর'। আমেরিকার গোল্ডেন গ্লোবের দুটি আলাদা বিভাগে মনোনয়ন পেলো রাজমৌলির এ সিনেমা।
সোমবার প্রকাশিত হয় গোল্ডেন গ্লোবের মনোনয়নের তালিকা। এতে ভিন্ন ভাষার সিনেমার পাশাপাশি সিনেমার সেরা গানের তালিকায় মনোনয়ন পেয়েছে আরআরআর। 'নাটু নাটু' (হিন্দিতে 'নাচো নাচো') গানের জন্য মনোনিত হয়েছে সিনেমাটি।
এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে আবারো এ সিনেমাকে প্রশংসায় ভরিয়ে তোলেন ভারতীয় সিনেমাপ্রেমী ও রাজামৌলির কাজের অনুরাগীরা। পুরস্কারটি হাতে আসে কিনা, তারই অপেক্ষা এখন।
তবে, 'আরআরআর' এর আগেও আন্তর্জাতিক মাধ্যমে উঠে এসেছে। এর আগে সিনেমাটি দেখানো হয়েছে আমেরিকায়। প্রেক্ষাগৃহে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তখন থেকেই শোনা গিয়েছিল অস্কারের মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে 'আরআরআর'।
অস্কারের আগে গোল্ডেন গ্লোবের মনোনয়নের তালিকায় স্থান পেয়ে যাওয়াকে এরই বড় লক্ষণ বলে মনে করছেন অনেকে। সংশ্লিষ্ট মহলের ধারণা, গোল্ডেন গ্লোবের মনোনয়নের তালিকায় যখন এই ছবির নাম ঢুকে পড়েছে, তখন অস্কারের মূল পর্বের মনোনয়নেও যে থাকবে— তা আশা করাই যায়। তবে সেটি আপাতত সময়ের অপেক্ষা।
এ বছরের মার্চে মুক্তি পাওয়া 'আরআরআর' সিনেমায় দক্ষিণী অভিনেতা রাম চরণ ও রামা রাও জুনিয়রের পাশাপাশি অভিনয় করেছেন বলিউডের অজয় দেবগন, আলিয়া ভাট।