গোল্ডেল গ্লোব ২০২৪: ‘ওপেনহাইমার’ ও ‘সাকসেশন’-এর জয়জয়কার
ঘোষণা করা হয়েছে গোল্ডেন গ্লোব ২০২৪-এর বিজয়ীদের নাম। বাংলাদেশ সময় আজ সোমবার (৮ জানুয়ারি) সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের বেভারলি হিল্টন হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে ৮১তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে শীর্ষ পুরস্কারসহ মোট পাঁচটি পুরস্কার জিতেছে ক্রিস্টোফার নোলানের ছবি 'ওপেনহাইমার'। এ ছবিতে অভিনয় করা কিলিয়ান মারফি, রবার্ট ডাউনি জুনিয়র এবং এর পরিচালক ক্রিস্টোফার নোলানও জিতেছেন পুরস্কার।
টিভি সিরিজ 'সাকসেশন' চতুর্থ এবং শেষ সিজনের জন্য টেলিভিশন বিভাগে সর্বাধিক পুরস্কার অর্জন করেছে।
আর বিশ্বব্যাপী ১.৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করার পরে 'বার্বি' জিতেছে প্রথন বক্স অফিস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
'ওপেনহাইমার' তারকা মারফি ছবিটি নির্মাণে নোলানের কঠোরতা, লক্ষ্য এবং অদম্য ইচ্ছার প্রশংসা করেছেন, যার কারণে ওপেনহাইমার বক্স অফিসে প্রায় ৯৫৪ মিলিয়ন ডলার আয় করেছে।
অনুভূতি জানাতে গিয়ে মারফি বলেন, 'ক্রিস্টোফার নোলান ছবির সেটে আসার সাথে সাথেই আমি বুঝতে পেরেছি এই ছবিটি ভিন্ন কিছু হবে। '
বায়োপিকটিতে মার্কিন সরকারি কর্মকর্তা লুইস স্ট্রসের চরিত্রে অভিনয়ের জন্য রবার্ট ডাউনি জুনিয়র জিতেছেন সেরা পার্শ্ব-অভিনেতার খেতাব।
ডাউনি জুনিয়র তার বক্তৃতায় ছবিটির অপ্রত্যাশিত বক্স অফিস সাফল্যের কথা স্বীকার করে মজা করে বলেন, 'পারমাণবিক অস্ত্রের নৈতিক দ্বিধা সম্পর্কে একটি বিস্তৃত গল্প কীভাবে এক বিলিয়ন ডলার আয় করে?'
দুর্নীতি কেলেঙ্কারির পর গোল্ডেন গ্লোবের সদস্যপদে যে পরিবর্তন আনা হয়েছে তার প্রশংসাও করেন ডাউনি জুনিয়র। তিনি বলেন, 'পরিবর্তন আনার জন্য ধন্যবাদ।'
টিভি ক্যাটাগরিতে সিরিজ 'সাকসেশন' অনেকগুলো পুরস্কার বাগিয়ে নিয়েছে। সিরিজের মূল পটভূমি একজন মিডিয়া মোগল এবং তার অবাধ্য সন্তানদের নিয়ে যারা তার কোম্পানির নিয়ন্ত্রণের জন্য একে অপরের সাথে লড়াই করে।
এই সিরিজে রোমান রয় চরিত্রে অভিনয় করা কাইরান কালকিন সেরা শীর্ষস্থানীয় টিভি অভিনেতা হিসাবে মনোনীত হয়েছেন। এর আগে এই ক্যাটাগরিতে তার সহঅভিনেতা ব্রায়ান কক্স এবং জেরেমি স্ট্রংও পুরস্কার জিতেছিলেন।
তিনি বলেন, 'আমি ২০ বছর আগে গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছিলাম। এরপরে ভেবেছিলাম আমি হয়তো আর কখনও এই পুরস্কার জিততে পারব না, এই মঞ্চে থাকব না। কিন্তু সাকসেশনকে ধন্যবাদ…এটি একটি চমৎকার মুহূর্ত।'
কালকিনের সহ-অভিনেত্রী সারাহ স্নুক মনোনীত হয়েছেন সেরা টিভি অভিনেত্রী হিসেবে। পুরস্কার জেতার পর তিনি দর্শকদের উদ্দেশে বলেন, 'এই শো আমার জীবন বদলে দিয়েছে।'
ব্রিটিশ তারকা ম্যাথিউ ম্যাকফাডিয়ানও এই সিরিজে তার ভূমিকার জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন।
এদিকে, এমা স্টোন 'পুওর থিংস' চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ মিউজিক্যাল বা কমেডি অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন। পুওর থিংসে স্টোন অভিনয় করেছেন বেলা ব্যাক্সটার নামে এক তরুণীর চরিত্রে।
চরিত্রটি সম্পর্কে এমা বলেন, 'বেলা অন্য কারো সাথে নয়, বরং নিজের জীবনের প্রেমে পড়ে। সে ভালো এবং মন্দকে সমানভাবে নিজের জীবনে গ্রহণ করে এবং এটি সত্যিই আমাকে "আমার" জীবনকে ভিন্নভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে।'
তিনি পরিচালক ইয়োর্গোস ল্যান্থিমোসকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, তার সাথে দেখা হওয়ার জন্য তিনি চিরকাল কৃতজ্ঞ থাকবেন।
এছাড়া লেখক টনি ম্যাকনামারাকে এমা মজার ছলে বলেন, 'আমার এই সংলাপটি বলতে অনেক ভালো লাগে এবং আমি আমার অস্ট্রেলিয়ান উচ্চারণ দিয়ে আপনাকে আরও বিরক্ত করব।'
বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হওয়া নতুন বিভাগে পুরস্কার পেয়েছে 'বার্বি'। চলচ্চিত্রটি জিতেছে সিনেমাটিক এবং বক্স অফিস অ্যাওয়ার্ড।
যারা বার্বির পোশাক পরে বিশ্বের বিভিন্ন সিনেমা থিয়েটারে গিয়েছিলেন তাদের প্রত্যেককে পুরস্কারটি উৎসর্গ করেছেন চলচ্চিত্রটির তারকা মার্গট রবি।
তিনি বলেন, 'গোল্ডেন গ্লোবকে অনেক ধন্যবাদ এমন একটি পুরস্কার তৈরি করার জন্য যা চলচ্চিত্র ভক্তদের উদযাপন করে। এই সিনেমাটি বার্বিকে, তবে এটি মানুষের কথাও বলে। আমরা এটি আপনার জন্য তৈরি করেছি, এবং আমরা এটি ভালবাসা দিয়ে তৈরি করেছি, এবং একে আবার ভালবাসার জন্য আপনাকে ধন্যবাদ।'
বার্বি ছবিতে বিলি আইলিশের গাওয়া 'হোয়াট ওয়াজ আই মেড ফর?' সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে।
আইলিশ বলেন, 'ঠিক এক বছর আগে যখন আমাকে সিনেমাটি দেখানো হয়েছিল, তখন আমি খুব হতাশাগ্রস্ত ছিলাম কিন্তু এই গানটি লেখার ফলে আমি কিছুটা শান্তি পেয়েছিলাম।'
'দ্য হোল্ডওভারস'-এ ছেলের মৃত্যুর পর প্রচণ্ড শোকে ভোগা এক নারীর চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ডা'ভাইন জয় র্যান্ডলফ।
চরিত্রটির কথা উল্লেখ করে তিনি বলেন, 'মেরি, তুমি আমার জীবন বদলে দিয়েছ, নতুন করে ভাবতে শিখিয়েছ।'
ছবির পরিচালক আলেকজান্ডার পেইনকে উদ্দেশ করে তিনি বলেন, 'আমাকে এই সুন্দরী ও ত্রুটিপূর্ণ নারীর চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।'
চলচ্চিত্রটিতে তার সহ-অভিনেতা পল গিয়ামাত্তি শিক্ষকের চরিত্রে অভিনয়ের জন্য ড্রামা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান অভিনেতার পুরস্কার জিতেছেন।
পুরস্কার গ্রহণের সময় গিয়ামাত্তি পরিচালক আলেকজান্ডার পেইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে 'আলেকজান্ডার দ্য গ্রেট' সম্বোধন করেন।
কোর্টরুম ড্রামা 'অ্যানাটমি অভ আ ফল' সেরা চিত্রনাট্যের জন্য মনোনীত হয়েছে। পরিচালক জাস্টিন ট্রিয়েট তার সঙ্গী আর্থার হারারির সঙ্গে চলচ্চিত্রটি লেখার স্মৃতি স্মরণ করেন।
তিনি বলেন, 'আমরা মহামারীর মধ্যে ছিলাম। আমার জীবনসঙ্গী এবং আমি, আমরা আমাদের অ্যাপার্টমেন্টে আটকে থাকা অবস্থায় অ্যানাটমি অভ আ ফল-এর চিত্রনাট্য লিখে দিন কাটিয়েছি।'
'দ্য ক্রাউন'-এ প্রিন্সেস ডায়ানা চরিত্রে অভিনয়ের জন্য টিভি সিরিজে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এলিজাবেথ ডেবিকি।
বিনোদন জগতের প্রথম জমকালো আসর হিসেবে স্বীকৃত 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড'। দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন অস্কারের জন্য যা এ বছরের ১০ই মার্চ অনুষ্ঠিত হবে।