ইমরান খানের সাবেক স্ত্রী রিহাম যুক্তরাষ্ট্র-ভিত্তিক পাকিস্তানি অভিনেতাকে বিয়ে করেছেন
ইমরান খানের সাবেক স্ত্রী, ব্রিটিশ সাংবাদিক রিহাম খান পাকিস্তানের রাজনীতিতেও ব্যাপক আলোচিত। ২০১৫ সালে ইমরান খানের সাথে রিহামের মাত্র ১০ মাসের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটার পর এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সম্প্রতি সবাইকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী পাকিস্তানি অভিনেতা ও মডেল মির্জা বিলালকে বিয়ে করেছেন ৪৯ বছর বয়সী এ সাংবাদিক। খবর এনডিটিভির।
রিহাম ও বিলাল দু'জনেরই এটি তৃতীয় বিয়ে। যুক্তরাষ্ট্রের শহর সিয়াটলে অনেকটা সাদামাটাভাবেই তাদের বিয়েটি সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে রিহাম নিজেদের বিয়ের ছবি পোস্ট করেছেন। বিয়ে সম্পর্কে টুইটারে রিহাম বলেন, "আমাদের বিয়েতে মির্জা বিলালের বাবা-মা উপস্থিত থেকে আমাদের আর্শীবাদ করেছেন। আর বিয়ের উকিল হিসেবে হাজির ছিল আমার ছেলে।"
টুইটারে পোস্ট করা বিয়ের ছবিগুলোতে দেখা যায়, বিয়েতে সাদা রঙের গাউনে সেজেছিলেন রিহাম। অন্যদিকে মির্জা বিলাল পরেছিলেন স্যুট-কোট। একটি ছবিতে দেখা যায়, নবদম্পতি পরস্পরের হাতে হাত রেখেছেন। তাদের আঙ্গুলে শোভা পাচ্ছে বিয়ের আংটি।
রিহাম খানের প্রথম বিয়ে ১৯৯৩ সালে, ইজাজ রহমান নামের এক মনোরোগ বিশেষজ্ঞের সাথে। তবে মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করা রিহামের সে সংসার টেকেনি। ১২ বছরের বৈবাহিক জীবন শেষে ২০০৫ সালে বিচ্ছেদ ঘটে এ দম্পতির। প্রথম সংসারে রিহাম ও ইজাজের তিন সন্তান রয়েছেন, তারা সবাই যুক্তরাজ্যে থাকেন।
পরবর্তীতে রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার ইমরান খানকে ২০১৪ সালে বিয়ে করলেও সে সংসারও বেশি দিন স্থায়ী হয়নি। এছাড়া বিচ্ছেদের পর ইমরান খান পীর পরিবারের কন্যা বুশরা বিবির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর রিহাম ইমরানকে 'অবিশ্বাসী' বলেও অভিহিত করেছিলেন। শুধু তাই নয়, ২০১৮ সালে প্রকাশিত আত্মজীবনীতে ইমরান খানের বিরুদ্ধে মাদকাসক্তি ও নির্যাতনের অভিযোগ তুলছিলেন রিহাম।
রিহামের স্বামী মির্জা বিলাল পেশায় মূলত একজন কর্পোরেট ব্যক্তিত্ব। তবে কর্পোরেট পেশা ছাড়াও তিনি মডেলিং এবং অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন।
বিলালের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিহাম। তাদের মধ্যে বয়সের ব্যবধান ১৩ বছর। স্বামীর সাথে বিয়ের ছবি শেয়ার করে রেহাম লিখেছেন, "আমার আত্মার সঙ্গীকে খুঁজে পেয়েছি।"