শাকিরার বাড়িতে রহস্যময় মেনিকিন; অস্বস্তিকর পরিস্থিতিতে প্রতিবেশী পিকের পরিবার
কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও স্প্যানিশ ফুটবলার পিকের একসময়ের গভীর প্রেম অবশেষে রূপ নিয়েছে চরম বিরোধে। গত বছরের জুনে প্রতারণার অভিযোগ তুলে পিকের সাথে দীর্ঘ এক দশকের সম্পর্কের ইতি টানেন শাকিরা। এরপর থেকেই দুজনের মধ্যে তিক্ততা বেড়েই চলেছে। নিজের বিভিন্ন কার্যক্রমে পিকেকে উদ্দেশ্য করে নানা ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন 'ওয়াকা ওয়াকা' গায়িকা। এমনকি নিজের সর্বশেষ গান 'ডিস ট্র্যাক'-এর মাধ্যমেও প্রাক্তনকে খোঁচা দিতে ভোলেননি তিনি!
তবে এখানেই শেষ নয়, অনলাইন বা গান ছেড়ে বিরোধের আগুন ছড়িয়ে পড়েছে সাবেক বার্সেলোনা ফুটবলারের বাড়িতেও। বার্সেলোনায় শাকিরা ও পিকের মায়ের বাড়ি পাশাপাশি অবস্থিত। সম্প্রতি নিজের বার্সেলোনার বাড়ির সামনে একটি কালো রহস্যময় মেনিকিন বসিয়েছেন শাকিরা। আর এই মেনিকিন দেখেই যেন পিকের পরিবারের ঘুম হারাম হয়ে গেছে!
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, সাংবাদিক মার্ক লিরাডো স্প্যানিশ শো 'মাস ভালে টারডে'তে মেনিকিন বসানোর খবরটি নিশ্চিত করেছেন। লিরাডো আরও জানান, শাকিরার বাড়ির কালো রহস্যময় মেনিকিনের খবর জেনে প্রচণ্ড অস্বস্তিবোধ করছেন পিকের মা মোনসেরাত বার্নাবেউ। এমনকি মেনিকিনটি পিকের বাড়ির দিকে মুখ করে না রাখার জন্য শাকিরার বাড়ির এক কর্মীর কাছে অনুরোধও করেছেন তিনি। তবে পিকের মায়ের সে অনুরোধে কোনো কাজ হয়নি।
সাংবাদিক লিরাডো মেনিকিনের তথ্য দেওয়ার পর 'মাস ভালে টারডে' শো এর পক্ষ থেকেও সরেজমিনে ঘটনার সত্যতা যাচাই করা হয়। অনুষ্ঠানের কর্মকর্তারাও শাকিরার বাড়ির সামনে যেয়ে রহস্যময় কালো মেনিকিনের উপস্থিতি দেখতে পান। তবে শো এর কর্মকর্তারা মেনিকিনকে ক্যামেরাবন্দি করতে চাইলে তৎক্ষণাৎ শাকিরার বাড়ির একজন কর্মচারী সেটিকে ভেতরে নিয়ে যান।
সাংবাদিক লিরাডো শাকিরার বাড়ির রহস্যময় মেনিকিনটি সম্পর্কে বিস্তারিত আরও তথ্য দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সাংবাদিক বলেন, "গত কয়েক সপ্তাহ ধরেই পিকের বাড়ির দিকে মুখ করে একটি ঝাড়ুর মাথায় মেনিকিনটি টানিয়ে রাখা হয়েছিল। সপ্তাহখানেক আগেই আমি এই মেনিকিন নিয়ে পিকের মায়ের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার বিষয়টি জানতে পেরেছিলাম। তখন অবশ্য বিষয়টিকে অতটা পাত্তা দেইনি।"
তবে গত বছর পিকের সাথে বিচ্ছেদের ঘোষণার সময় অবশ্য শাকিরা অনেক বেশি গোপনীয়তার বজায় রেখেছিলেন। বিচ্ছেদের বিবৃতিতে শাকিরা বলেছিলেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানেরাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের ভালোর জন্যই আমাদের ব্যক্তিগত বিষয়ে সম্মান দেখানোর আহ্বান জানাই। বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ।"
অন্যদিকে সদ্য প্রকাশিত গানে নিজেকে শক্ত করার ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথাও উল্লেখ করেছেন শাকিরা। গানের একটি অংশের অর্থ এমন যে, "তুমি ভেবেছিলে তুমি আমাকে আঘাত করবে। কিন্তু আমি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছি।" সম্পর্কের ভাঙ্গনের পর শাকিরা নিজের গানে, বক্তব্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী হয়ে ফিরে আসলেও সম্প্রতি মেনিকিন কাণ্ডে বিড়ম্বনার মুখে পড়েছে পিকের পরিবার।