মেসির বাড়িতে অন্যরকম হামলা
এবার একটু ভিন্ন ধরনের হামলার শিকার হলেন লিওনেল মেসি! ঠিক তিনি নন, আর হামলা বলতে তেমন উদ্বেগের কিছুও নয়। আসল ঘটনা হলো, স্পেনের ইবিজা বিচে থাকা মেসির বিলাসবহুল বাড়ির বাইরে স্প্রে দিয়ে বিভিন্ন বার্তা লিখে দিয়ে গেছেন পরিবেশবাদী একদল লোক।
ভূমধ্যসাগরের তীরে মেসির বিশাল একটি ম্যানশন আছে, যেখানে একটি সিনেমা হলও আছে। এটার মূল্য প্রায় ১২ মিলিয়ন ডলার।
মেসির এই সম্পত্তিতে দলিল-সংক্রান্ত কিছু সমস্যা আছে। শুধু সেই ম্যানশনে বাস করার জন্য স্থানীয় সরকারের অনুমতিপত্র আছে মেসির। স্প্যানিশ গণমাধ্যম বলছে, ম্যানশনের বেশ কিছু অংশ নির্মিত হয়েছে অবৈধ জায়গার ওপর।
পরিবেশবাদী সংগঠন 'ফুতোরো ভেজেতাল' মেসির সেই ম্যানশনের মূল ফটকের সামনে স্প্রে দিয়ে বিভিন্ন স্লোগান লিখেছে। এই সংগঠনটি একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, মেসির বাড়ির সামনে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাদের হাতে ব্যানার।
সেখানে লেখা, 'দয়া করে পৃথিবীকে সাহায্য করুন। ধনাঢ্যরা নিপাত যাক। পুলিশ নিপাত যাক।' এর পরপরই তারা স্প্রে দিয়ে মেসির বাড়ির দেয়ালে লাল ও কালো রং দিয়ে স্লোগান লিখে দেন।
এক বিবৃতিতে ফুতোরো ভেজেতাল বলেছে, তারা ধনী ব্যক্তিদের বোঝাতে চায় যে এই পৃথিবী এবং এর পরিবেশ বাঁচাতে তাদের বড় ভূমিকা ও দায়িত্ব আছে। ইবিজায় মেসির বাড়িটি 'অবৈধ নির্মাণ' বলেও আখ্যা দিয়েছেন পরিবেশবাদীরা।
ফুতোরো ভেজেতাল আরও বলেছে, অক্সফ্যামের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা মিলে মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ, সেই তারাই ২০১৯ সালে যে পরিমাণ কার্বন নিঃসরণের জন্য দায়ী, সেটি পৃথিবীর দরিদ্রতম জনগোষ্ঠীর নিঃসরণ করা দুই-তৃতীয়াংশ কার্বনের সমান।