রাহুল-আথিয়ার বিয়ের লেহেঙ্গা তৈরিতে সময় লেগেছে ১০,০০০ ঘণ্টা!
দীর্ঘদিন প্রেমের পর ভারতীয় তারকা ক্রিকেটার কেএল রাহুল ও বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি সোমবার পারিবারিকভাবে বিয়ে করেছেন। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুল-আথিয়ার বিয়ের বেশ কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে।
এসব ছবিতে আথিয়াকে বর রাহুলের সঙ্গে গোলাপি রঙের একটি লেহেঙ্গা পরিহিত অবস্থায় দেখা যায়। দ্য হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, হাতে তৈরি অর্ডারকৃত এ লেহেঙ্গাটি তৈরি করতে প্রায় দশ হাজার ঘণ্টা সময় লেগেছে!
আথিয়া-রাহুলের বিয়েতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মিলিয়ে নিমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল মাত্র ১০০ জন। বিয়ের অনুষ্ঠান হয়েছে সুনীল শেঠির খান্ডলার বাগানবাড়ি 'জাহান'-এ। যদিও সংবর্ধনা অনুষ্ঠান আরও বড় করে কয়েক সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বিয়ের আয়োজনে কনে হিসেবে আথিয়ার গায়ে ছিল অনামিকা খান্নার নকশা করা রেশমের লেহেঙ্গা। আর বর রাহুলকে দেখা গেছে একই ডিজাইনারের ডিজাইনকৃত সাদা রঙের শেরওয়ানিতে। এছাড়াও লেহেঙ্গার সঙ্গে হাতের সুনিপুণ কাজ করা রেশমের ওড়না এবং দোপাট্টাও পরিধান করেছেন আথিয়া।
তারকা দম্পতির বিয়ের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় পর বিয়ের পোশাকগুলো নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ বিষয়ে এ পোশাক দুটির ডিজাইনার অনামিকা খান্না ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আথিয়ার পরিহিত লেহেঙ্গাটি প্রচণ্ড শ্রমের মাধ্যমে তৈরিকৃত এক ভালোবাসার প্রকাশ। হাতে তৈরি এ লেহেঙ্গাটি তৈরি করতে প্রায় দশ হাজার ঘণ্টা সময় লেগেছে।'
এটি তৈরির পেছনে অবশ্য সুনীলকন্যা আথিয়া নিজেই ডিজাইনার অনামিকাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। খ্যাতনামা এ ডিজাইনার বলেন, 'আথিয়ার পছন্দ খুবই রুচিশীল। আমি তার বিয়ের জন্য নিজের মতো করে একটি ভিন্নধর্মী ডিজাইন করতে চেয়েছিলাম। তার ব্যক্তিত্ব খুবই শক্তিশালী এবং আমি মনে করি তিনি নিজেও এ সম্পর্কে ভালোভাবে অবগত।'
অনামিকা খান্না আরও বলেন, 'লেহেঙ্গাটিতে অতিরিক্ত কোনো চাকচিক্যও নেই। এটা শুধু তার (আথিয়া) মতো করেই বানানো হয়েছে। তবে আমি এটুক বলতে পারি, পোশাকটি তিনি পরবর্তীতেও খুব স্বচ্ছন্দে পরতে পারবেন।'
রাহুল-আথিয়ার বিয়ের খবরে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড এবং ভারতের ক্রিকেট জগতের তারকারা।