সুশান্তকে এড়িয়ে গিয়েছিলাম বলে এখন আফসোস হয়: অনুরাগ কাশ্যপ
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে মুখ খুলেছেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ। সুশান্তর মৃত্যু নিয়ে বলিউডে কম জল ঘোলা হয়নি। অভিনেতা সত্যিই আত্মহত্যা করেছিলেন নাকি তাকে খুন করা হয়েছে তা নিয়ে এখনও চলছে বিতর্ক। এবার অনুরাগ কাশ্যপের দেওয়া টুইটার পোস্ট আরও একবার সেই বিতর্ক উস্কে দিয়েছে।
বলিউডে অল্প সময়ের ক্যারিয়ারে নিজের সাবলীল অভিনয় দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু মৃত্যুর কিছুদিন আগে থেকে তিনি সোশ্যাল মিডিয়ায়া আভাস দিয়েছিলেন যে, বলিউডের চলচ্চিত্র নির্মাতারা তাকে এড়িয়ে চলছেন, তাকে কেউ সিনেমায় নিতে চাইছেন না। ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের হতাশা থেকেই সুশান্ত আত্মহত্যা করেছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হয়।
সম্প্রতি অনুরাগ কাশ্যপের দেওয়া পোস্টেও প্রমাণ মিলেছে যে সুশান্তকে অনেকেই এড়িয়ে চলছিলেন। অনুরাগ তার পোস্টে জানান, সুশান্তের মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগে তার ম্যানেজার অনুরাগকে ম্যাসেজ দিয়েছিলেন সুশান্তকে সিনেমায় নেওয়ার কথা বিবেচনা করতে। কিন্তু অনুরাগ জবাব দিয়েছিলেন যে সুশান্তর মধ্যে অনেক সমস্যা রয়েছে এবং তার সঙ্গে কাজ করা কঠিন।
তবে অনুরাগ জানিয়েছেন, সেসময় সুশান্তকে এড়িয়ে যাওয়ায় এখন তার আফসোস হয়।
অনুরাগের ভাষ্যে, তিনি তার ব্যক্তিগত কারণেই সুশান্তকে সিনেমায় নিতে চাননি। অভিনেতা অভয় দেওলের সঙ্গে তার বিবাদ নিয়েও কথা বলেছেন অনুরাগ।
তিনি বলেন, "বিষয়গুলো বুঝতে আমার দেড় বছরেরও বেশি সময় লেগে গিয়েছে। আমি তখন কথায় কথায় প্রতিক্রিয়া দেখাতাম, অনেক কিছুই বলে ফেলতাম। রাগের মাথায় বা কোনোকিছুতে আমি বিরক্ত হলেই কিছু একটা বলে ফেলতাম। কিন্তু ধীরে ধীরে আমি বুঝেছি যে আমি ঘরভর্তি লোকেদের সামনে চিৎকার করছি... কেউ কারো কথা শুনছে না। সোশ্যাল মিডিয়াও এমনই হয়ে গেছে। এরপর আমি নিজেই নিজেকে প্রশ্ন করলাম- কেন আমি এমন করছি? কোন বিষয়টা আমাকে পীড়া দিচ্ছে আসলে?"
"এরপরে অনেককিছু বদলে গিয়েছে। আমি বুঝতে শিখেছি যে আমার যা খুশি তা ই বলার প্রয়োজন নেই। যেমন-অভয় দেওল ও আমার মধ্যকার বিবাদ। কেউ একজন একটা আর্টিকেল লিখছিল যে কেন অভয়ের মতো এত ভাল একজন অভিনেতা আর অভিনয় করেন না; তখন আমি আমার অভিজ্ঞতা জানালাম যা ১৩ বছর আগে ঘটেছিল। কিন্তু আমার এটা জনসমক্ষে বলার দরকারই ছিল না", যোগ করেন অনুরাগ।
তিনি আরও বলেন, "সুশান্ত মারা যাওয়ার দিন আমার খুবই খারাপ লেগেছিল। তার মৃত্যুর তিন সপ্তাহ আগে কেউ একজন আমার সাথে যোগাযোগের চেষ্টা করেছিল সুশান্তকে কাজ দেওয়ার জন্য। কিন্তু আমি এমনটা বলেছিলাম যে- সে তো আমার সাথে হুট করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি কথা বলতে চাই না তার সাথে। আমার মধ্যে একটা অপরাধবোধ কাজ করছিল। এরপরে আমি যখন জানলাম যে অভয়ও আমার কথায় কষ্ট পেয়েছে, তখন আমি তার কাছে ক্ষমা চাইতে গেলাম।"
অনুরাগ টুইটারে সুশান্তর ম্যানেজারের সাথে কথপোকথনের স্ক্রিনশট শেয়ার করার পর বেশ নেতিবাচক প্রতিক্রিয়াই দেখিয়েছেন নেটিজেনরা। সুশান্তর সাথে যে অবিচার করেছে বলিউড, অনুরাগের কথায় তার প্রমাণ খুঁজে পেয়েছেন অনেক ভক্তরা।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তার বান্দ্রার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।
সূত্র: জিও টিভি