আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, পপ সম্রাটের চরিত্রে তারই ভাতিজা জাফার
বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন। তাকে বলা হয় 'কিং অব পপ'। ২০০৯ সালের ২৫ জুন না ফেরার দেশে পাড়ি দেন পপ সম্রাট। মৃত্যুর এত বছর পরও তিনি সমান জনপ্রিয় ভক্তদের কাছে। এবার রুপোলি পর্দায় আসছে কিংবদন্তি শিল্পীর বায়োপিক। হলিউড চলচ্চিত্র নির্মাতা আন্তোয়েন ফুকওয়া পপ সম্রাটের জীবনের গল্প পর্দায় তুলে ধরবেন। বায়োপিকের নাম ঠিক করা হয়েছে 'মাইকেল'।
লায়ন্সগেট প্রযোজিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। জানা গেছে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে। দেখানো হবে তার বিখ্যাত কিছু পারফরম্যান্স। সিনেমাটি প্রযোজনা করবেন গ্রাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান।
পরিচালক আন্তোয়েন ফুকওয়া সোশ্যাল মিডিয়ায় জাফারের মুনওয়াকের একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, বায়োপিকে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করবেন তাঁর ভাতিজা জাফার জ্যাকসন। 'মাইকেল'-এর অন্যতম প্রযোজক গ্রাহাম কিং বছর দুয়েক আগে জাফারের সঙ্গে দেখা করেছিলেন। তখন মাইকেলের চরিত্রের জন্য অভিনেতার খোঁজ চলছিল।
এ প্রসঙ্গে গ্রাহাম জানিয়েছেন, 'জাফারকে আমি প্রথম দেখি দু'বছর আগে। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কী ভাবে হতে পারে। অদ্ভুতভাবে মাইকেলের ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জাফারের মধ্যে।'
বায়োপিক প্রসঙ্গে পপ তারকার মা ক্যাথরিন জ্যাকসন এক সাক্ষাৎকারে জানান, 'জাফারকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, ওরা দেখতে প্রায় একই রকম। আমার পরিবারের বিনোদনের ধারাকে ও এগিয়ে নিয়ে যাবে, এটা দেখার জন্য অপেক্ষায় থাকবো।'
জাফার জ্যাকসন মাইকেল জ্যাকসনের ভাই জারমেইন জ্যাকসন ও তার প্রাক্তন স্ত্রী আলেহান্দ্রা জেনেভিয়েভ ওয়াজিয়াজার সন্তান।