বাস্তবের ক্রিস গার্ডনারের দেখা মিলেছিল সিনেমাতেই! জন্মদিনের শুভেচ্ছা জানালেন উইল স্মিথ
হলিউডে দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে নানা ভূমিকায় অভিনয় করেছেন উইল স্মিথ। নিজের অসামান্য অভিনয় দক্ষতার কারণে জিতেছেন অস্কার পুরস্কারও। কিন্তু তবুও উইল স্মিথের ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'দ্য পারস্যুইট অব হ্যাপিনেস'কে অভিনেতার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য একটি ছবি মনে করেন অনেক ভক্ত। ছবিটিতে ক্রিস গার্ডনার নামক এক ব্যক্তির চরিত্র অভিনয় করেছিলেন অস্কারজয়ী অভিনেতা।
'দ্য পারস্যুইট অব হ্যাপিনেস' এর গল্প ছিল বাস্তবের ক্রিস গার্ডনারের জীবনকে কেন্দ্র করে, যিনি শুরুতে ছিলেন বাস্তুহারা-আশ্রয়হীন একজন মানুষ, কিন্তু পরবর্তীতে নিজ পরিশ্রমে একজন ফাইন্যান্স উদ্যোক্তা ও মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠেন। সিনেমাপ্রেমীদের অনেকের কাছেই এই ছবিটি সর্বকালের সেরা অনুপ্রেরণাদায়ক চলচ্চিত্রগুলোর মধ্যে একটি।
সম্প্রতি বাস্তব জীবনের ক্রিস গার্ডনারের উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন উইল স্মিথ। সেই সঙ্গে 'দ্য পারস্যুইট অব হ্যাপিনেস' সিনেমা থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। আর এই ভিডিওর মাধ্যমেই প্রকাশ পেয়েছে এমন একটি বিষয় যা এতদিন অনেকেই লক্ষ্য করেননি।
ইনস্টাগ্রামে 'বিহাইড দ্য সিন' ভিডিও শেয়ার করে বাস্তবের ক্রিস গার্ডনারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উইল স্মিথ। অভিনেতা জানিয়েছেন, ক্রিস গার্ডনারের থেকে এখনো তিনি অনুপ্রেরণা নিয়ে চলছেন এবং তার জীবনের গল্পের মাধ্যমে বিশ্বজুড়ে অগণিত মানুষ 'সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠার' অনুপ্রেরণা পাচ্ছেন।
ক্রিসের ৬৯তম জন্মদিন উপলক্ষে এ বার্তা শেয়ার করেন উইল স্মিথ। তার শেয়ার করা ভিডিওতেই দেখা যায়, সিনেমার একেবারে শেষের দিকের একটু দৃশ্যে উইল স্মিথ ও তার ছেলের সাথে একই ফ্রেমে ছিলেন বাস্তবের ক্রিস গার্ডনারও। ছবিটি মুক্তির ১৫ বছর পরেও তার ক্রিসের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন উইল স্মিথ।
সাম্প্রতিক বছরগুলোতে উইল স্মিথ 'কিং রিচার্ড', 'ইমানসিপেশন' এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরই মধ্যে অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে থাপ্পড় মারার অপরাধে ব্যাপক বিতর্কিতও হয়েছে। কিন্তু সবকিছু সত্ত্বেও, 'দ্য পারস্যুইট অব হ্যাপিনেস' চলচ্চিত্রে উইল স্মিথের অভিনয় যেন এখনো দর্শকদের হৃদয়ের মণিকোঠায় বিশেষভাবে ঠাঁই করে নিয়েছে।
সূত্র: সিনেমাব্লেন্ড