আঞ্চলিক ভাষার জাদুতে শ্রোতাদের মন জয় করল কোক স্টুডিওর ‘মুড়ির টিন’
বাংলা গানকে আন্তর্জাতিক মানচিত্রে নতুনভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল 'কোক স্টুডিও বাংলা'। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে ফিউশন বাংলা গান তৈরি করে প্রথম সিজনেই বেশ সাড়া ফেলে দিয়েছিল কোক স্টুডিও।
'চিলতে রোদ', 'দখিন হাওয়া', 'সব লোকে কয়'- এর মতো ভিন্নধারার গান পরিবেশন করে প্রথম সিজনেই শ্রোতাদের মন জয় করেছিল এই অনুষ্ঠান। মূলত বাংলাদেশেই পরিচালিত এই 'কোক স্টুডিও বাংলা'র মূল দায়িত্বে আছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
প্রথম সিজনের পর অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে ভক্তদের। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে দ্বিতীয় সিজনের প্রথম গান 'মুড়ির টিন'। আশির দশকে বাংলাদেশের লোকাল বাসে সাধারণ মানুষের যাতায়াত ও যাত্রী-বাসচালক-কন্ডাকটরদের মজার অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছে এই গানের কথা।
বহু ব্যবহারে পুরনো, ভারি মেটাল বডির বাসগুলো চলার সময় বেশ শব্দ হতো… সেই থেকেই এগুলোর নাম হয় 'মুড়ির টিন'। গানটি গাওয়া হয়েছে মূলত চট্টগ্রাম, খুলনা ও সিলেটের আঞ্চলিক ভাষায়।
মুক্তির পরেই বাজিমাত করেছে 'মুড়ির টিন', মাত্র একদিনেই প্রায় ১৭ লাখ ভিউ পেয়েছে এই গান। নিজেদের আঞ্চলিক ভাষায় গান তৈরি হতে দেখে আবেগ ও উচ্ছ্বাসে ভাসছেন শ্রোতাদের অনেকে।
'মুড়ির টিন' গানটির ভোকাল ও র্যাপে ছিলেন রিয়াদ হাসান, পল্লব ভাই, তৌফিক আহমেদ। সুর পরিচালনায় শুভেন্দু দাস এবং এই গানটির প্রযোজনা ও পরিবেশনায় ছিলেন শায়ান চৌধুরী অর্ণব।