আবারও সামনে এল 'মৃণাল' রূপে চঞ্চলের লুক, প্রশংসার বন্যা চারদিকে!
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক 'পদাতিক' এ অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমায় মৃণাল সেন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো কমতি রাখছেন না এই গুণী অভিনেতা।
কিছুদিন আগে প্রকাশিত কয়েকটি ছবিতে অবিকল মৃণাল সেন রূপে চঞ্চল চৌধুরীকে দেখে হৈচৈ শুরু হয়েছিল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। সম্প্রতি আবারও বাংলাদেশের টিভি অভিনেত্রী শাহনাজ খুশি সোশ্যাল মিডিয়ায় 'পদাতিক' সিনেমায় চঞ্চল চৌধুরীর আরও কিছু লুক প্রকাশ্যে এনেছেন।
সৃজিত মুখার্জির নির্দেশনায় বেচু চ্যাটার্জি স্ট্রিট থেকে দেশপ্রিয় পার্ক, পুরো কলকাতা জুড়ে পুরোদমে চলছে 'পদাতিক' সিনেমার শুটিং। শুটিং-এ চঞ্চলের নতুন কিছু ছবি পোস্ট করে শাহনাজ খুশি লেখেন, "তুই আর কী কী অনবদ্য অভিনয়ে/গেট-আপে চমকে দিবি, সেই ভয়ে ভীত থাকি বন্ধু! তুই আমাদের অভিনয় জগতের এক অন্য অহংকার, অন্য ভালোবাসা! অপেক্ষায় আলোড়িত হচ্ছি রোজ, কবে দেখব তোর এবারের চমক! তোর অবিরাম সাফল্য কামনা করি।"
সৃজিত মুখার্জির এই সিনেমায় মৃণাল সেনের জীবনের ব্যপ্ত পরিসর ফুটে উঠবে। সৃজিত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "পরিচালক, রাজনৈতিক ধ্যানধারণা, স্বামী এবং পিতার ভূমিকা- মৃণাল সেনের চারটি সত্ত্বাই এই সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি।"
অন্যদিকে মৃণাল-জায়া গীতা সেনের চরিত্রে এই সিনেমায় দেখা মিলবে মনামী ঘোষের। তার চরিত্ররূপও কিছুদিন আগে সামনে এসেছে। জানা গেছে, মনামীর মুখের আদলের সঙ্গে গীতা দেবীর বেশ মিল থাকাতেই এই চরিত্র গিয়েছে মনামীর ঝুলিতে।
সিনেমায় তরুণ মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে কোরক সামন্তকে, অন্যদিকে মৃণাল ও গীতার একমাত্র পুত্র কুণাল সেনের চরিত্রে থাকছেন সম্রাট চক্রবর্তী। ফ্রেন্ডস কমিউনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশনসের ব্যানারে তৈরি হচ্ছে 'পদাতিক'।
সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে পরিচালক সৃজিত বলেন, "মৃণাল সেন ও চঞ্চল চৌধুরী- দুজনের মুখের মিল আছে। মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো ও সজাগ। তা ছাড়া মৃণালবাবুর রাজনীতিচেতনা, তার যাপন ও দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল।"
১৯২৩ সালের ১৪ মে তৎকালীন অবিভক্ত বাংলার ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন মৃণাল সেন। পড়াশোনার জন্য কলকাতায় গিয়ে সেখানেই স্থায়ী হন তিনি। 'নীল আকাশের নিচে', 'বাইশে শ্রাবণ', 'ভুবন সোম', 'ইন্টারভিউ', 'কলকাতা ৭১', 'মৃগয়া'র মতো কালজয়ী সব সিনেমা নির্মাণ করে মৃণাল খ্যাতি অর্জন করেন।
বাংলা চলচ্চিত্রে সর্বকালের সেরা নির্মাতাদের একজন তিনি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এ কিংবদন্তি পরিচালক। ২০২২ সালের ৩০ ডিসেম্বর নির্মাতার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে মৃণাল সেনের বায়োপিক মুক্তির ঘোষণা দেন পরিচালক সৃজিত মুখার্জি।