ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ায় আক্রান্ত অভিনেতা ব্রুস উইলিস, জানালো পরিবার
অভিনয় জীবন থেকে অবসর নিয়েছিলেন বছরখানেক আগেই। এবার জানা গেল, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছেন প্রখ্যাত হলিউড অভিনেতা ব্রুস উইলিস। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অভিনেতার পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে তার এ অসুস্থতার খবর জানানো হয়েছে, খবর বিবিসির।
'পাল্প ফিকশন' অভিনেতার পরিবার জানিয়েছে, শেষ পর্যন্ত তার রোগটি স্পষ্টভাবে ধরা পড়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
গত বছর আফেজিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন ৬৭ বছর বয়সী ব্রুস উইলিস। এর ফলে তার স্পষ্টভাবে কথা বলতে সমস্যা হতো। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তার রোগটি আরও বিকাশ লাভ করেছে এবং সম্প্রতি তার ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া ধরা পড়েছে বলে জানায় তার পরিবার।
এ অবস্থায় অভিনেতার প্রতি ভালোবাসা ও সহমর্মিতা জানানোর জন্য তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ব্রুস উইলিসের পরিবার।
অভিনেতার পরিবার থেকে আরও জানানো হয়, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া ষাট বছরের কম বয়সীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়। বিবৃতিতে তারা জানায়, "বর্তমানে এই রোগের কোনো প্রতিকার নেই, তবে আমরা আশা করি আগামী দিনগুলোতে এ অবস্থার পরিবর্তন হবে।"
আশি ও নব্বইয়ের দশকে ডাই হার্ড, দ্য সিক্সথ সেন্স, আরমাজিডন ও পাল্প ফিকশন'র মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন ব্রুস উইলিস।
এযাবত পাঁচবার গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ব্রুস উইলিস এবং 'মুনলাইটিং' সিনেমায় অভিনয়ের জন্য একবার এই পুরস্কার জিতেছেনও। এছাড়াও, দুইবার এমি অ্যাওয়ার্ড জিতেছেন উইলিস।
কিন্তু গত বছর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে তিনি আর অভিনয় করবেন না; কারণ আফেজিয়া রোগে আক্রান্ত হওয়ায় তার জ্ঞানীয় দক্ষতা ক্রমশ হ্রাস পাচ্ছিলো।
বৃহস্পতিবার বিবৃতি প্রকাশের পাশাপাশি অভিনেতার পরিবার এও জানায় যে, তারা আশা করছে ব্রুস উইলিসের এ অসুস্থতার খবর গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে এই রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।
ব্রুস উইলিসের এ অসুস্থতার খবর শুনে তার প্রতি ভালোবাসা ও সহমর্মিতা জানিয়েছেন অভিনেতা অ্যারন পল, মার্কিন গায়িকা ও অভিনেত্রী কুইন লতিফাহ, অভিনেত্রী সেলমা ব্লেয়ারসহ অনেকে।