স্ত্রীর শর্তের কারণে জেমস বন্ড সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন লিয়াম নিসন!
ব্রিটিশ অভিনেতা লিয়াম নিসন জানিয়েছেন, স্ত্রীর 'শর্তের' কারণে তিনি জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন! সম্প্রতি রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, নব্বইয়ের দশকে জেমস বন্ড প্রযোজক বারবারা ব্রকোলি বেশ কয়েকবার তার কাছে এই ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। কিন্তু শুধুমাত্র নিজের স্ত্রীর কথা রাখতে গিয়ে তিনি বিখ্যাত 'জেমস বন্ড ০০৭' চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বলে খবর ভ্যারাইটি ম্যাগাজিনের।
লিয়াম নিসন জানান, যখন তার কাছে জেমস বন্ড রূপে অভিনয়ের প্রস্তাব আসে, তখন তিনি মাত্র অস্কারে সেরা অভিনেতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন... আর এর কৃতিত্ব 'শিন্ডলার'স লিস্ট' সিনেমাকে দিতেই হয়! কিন্তু চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত একটি চরিত্র 'জেমস বন্ড'কে লিয়াম নিসন ফিরিয়ে দিয়েছিলেন তার স্ত্রী নাতাশা রিচার্ডসনের কারণ।
অভিনেতার ভাষ্যে, "আমি ব্রকোলিকে চিনতাম। তারা অনেক অভিনেতারই খোঁজ করেছে। 'শিন্ডলার'স লিস্ট' তখন মুক্তি পেয়েছিল এবং ব্রকোলি আমাকে অনেকবার কল দিয়েছিল আমি জেমস বন্ড চরিত্রে অভিনয়ে আগ্রহী কিনা তা জানার জন্য। হ্যাঁ, আমি আগ্রহী হতাম। কিন্তু তখনই আমার প্রিয় স্ত্রী নাতাশা বললো- 'লিয়াম, আমি তোমাকে কিছু বলতে চাই; আর তা হলো- তুমি যদি জেমস বন্ড চরিত্রে অভিনয় করো, তাহলে আমি তোমাকে বিয়ে করবো না।" (উল্লেখ্য যে তখনো এই জুটির বিয়ে হয়নি)
নাতাশার প্রতি ভালোবাসার সামনে আর কোনোকিছুকেই বড় মনে হয়নি লিয়াম 'ব্যাটম্যান বিগিনস' অভিনেতার। তাই জেমস বন্ড প্রযোজকের সাথে কখনো এ বিষয়ে গুরুত্বের সাথে আলোচনাই করেননি লিয়াম। তবে স্ত্রীকে খোঁচা দেওয়ার জন্য মাঝেমাঝে তার সঙ্গে জেমস বন্ড চরিত্র নিয়ে খুনসুটি করতেন তিনি। অভিনেতা বলেন, "আমি আঙুল দিয়ে বন্দুক ধরার অভিনয় করে এবং জেমস বন্ড থিম গুনগুন করে তাকে বিরক্ত করতাম; আমার আসলে এগুলো করতে ভীষণ ভালো লাগতো।"
প্রসঙ্গত, অভিনেতার স্ত্রী নাতাশা রিচার্ডসন ২০০৯ সালে প্রয়াত হয়েছেন।
লিয়াম নিসন আরও বলেন, "সে (নাতাশা) আমাকে জেমস বন্ড আলটিমেটাম দিয়েছিল। এবং সে এটা খুব গুরুত্বের সাথে নিয়েছিল।"
তবে সৌভাগ্যবশত 'টেকেন' ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মাধ্যমে দ্বিতীয়বার অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন লিয়াম নিসন। আবার 'স্টার ওয়ারস: দ্য ফ্যান্টম মিনেস' ছবিতে কুই-গন জিন চরিত্রে অভিনয়ের মাধ্যমে আরও একটি মেগা-ফ্র্যাঞ্চাইজিতেও জায়গা করে নিয়েছিলেন তিনি।
তবে আবারও স্টার ওয়ারস-এ ফিরবেন কিনা সে ব্যাপারে জানতে চাইলে লিয়াম জানান, তিনি আর ফিরছেন না। এদিকে অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'মার্লোয়ি' এখনও সিনেমা হলে চলছে।