দেশের চেয়ে শিল্প বড় নয়: পাকিস্তানি ছবিতে অভিনয়ের প্রসঙ্গে রণবীর কাপুর
গত বছরের ডিসেম্বরে 'রেড সি ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এর মঞ্চে পাকিস্তানি চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রণবীর কাপুর। জোর গলায় বলেছিলেন শিল্পীদের জন্য কোনো ভৌগলিক সীমা হয় না; বরং মিলেমিশে থাকা এবং শৈল্পিক আদানপ্রদানই সমৃদ্ধির মূল শর্ত। তবে এবার নিজের অবস্থান বদল করলেন 'রকস্টার' তারকা; জানালেন যে তিনি দেশের চেয়ে কখনোই সিনেমা শিল্পকে বড় করে দেখেন না।
ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক জটিলতা ও ভঙ্গুর সম্পর্ক প্রভাব ফেলেছে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কেও। উরি হামলার পরেই ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের ব্যপারে বিতর্ক তৈরি হয়েছিল; আর পুলওয়ামা হামলার পর কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে যায়। বর্তমানে ভারতে পাক শিল্পীদের কাজের ব্যাপারে অলিখিত নিষেধাজ্ঞা জারি রয়েছে।
সম্প্রতি 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর প্রচারে নিজের কথা ফিরিয়ে নিয়ে রণবীর জানান, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল, কোনোভাবেই তিনি বিতর্কের কারণ হতে চাননি তিনি। রণবীর বলেন, 'আমি যে চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম সেখানে অনেক পাকিস্তানি ছবি পরিচালক ছিলেন। তারা যখন জিজ্ঞাসা করলেন, ভালো চিত্রনাট্য পাওয়ার পরেও কি আমি সেদেশে কাজ করতে চাইব না? তাতে স্পষ্ট জবাব দিই।'
পাকিস্তানি শিল্পীদের সঙ্গে আগেও কাজ করেছেন রণবীর। ফাওয়াদ খান, মাহিরা খানেদের মতো পাক তারকাদের সঙ্গে 'হ্যাংআউট' করতেও দেখা গিয়েছে রণবীরকে। তবে গতবছর রণবীরের পাকিস্তানি সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশের বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি ভারতীয় দর্শকদের একাংশ।
রণবীর বলেন, 'আমার মনে হয় না খুব বড় কোনো বিতর্ক হয়েছে। তবে আমার কাছে ফিল্ম হল ফিল্ম, আর শিল্প হলো শিল্প। 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ ফাওয়াদের (খান) সঙ্গে কাজ করেছি। আমি পাকিস্তানের অনেক শিল্পীকে চিনি। রাহাত (ফতেহ আলি খান) এবং আতিফ আসলাম-এর মতো অসাধারণ গায়করা হিন্দি ছবিতে নিজেদের অবদান রেখেছেন। সুতরাং আমি মনে করি না সিনেমা সীমানা দেখে হতে পারে। আপনাকে শিল্পকে সম্মান করতে হবে, তবে একই সঙ্গে মনে রাখতে হবে শিল্প কোনোদিনই দেশের চেয়ে বড় নয়'।
কিন্তু ডিসেম্বর মাসে রেড সি ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যালে পাকিস্তানি ছবিতে কাজের ব্যাপারে ঠিক কী বলেছিলেন রণবীর? 'ব্রহ্মাস্ত্র' তারকা বলেছিলেন- 'আমি মনে করি শিল্পীদের জন্য, বিশেষ করে শিল্পের কোনো সীমানা নেই। 'দ্য লিজেন্ডস অফ মওলা জাট'-এর এর জন্য পাকিস্তান চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে অনেক অভিনন্দন। আমার গত কয়েক বছরে দেখা সবচেয়ে বড় হিটগুলির মধ্যে একটি। অবশ্যই আমি ভালো কাজ হলে করতে চাইব।'
সম্প্রতি জাভেদ আখতারের মন্তব্যকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানে ফয়েজ আহম্মেদ ফয়েজের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এই গীতিকার। লাহোরে বসেই ২৬/১১ মুম্বাই হামলার জন্য পাকিস্তানিদের দিকে আঙুল তুলেছেন তিনি। আর তাতেই বর্ষীয়ান কবি-গীতিকারের উপর ক্ষুব্ধ সেদেশের তারকারা। তাই নিজেকে বিতর্ক থেকে নিরাপদ স্থানে রাখতেই বুঝি সুর বদলালেন রণবীর!