মুম্বাইয়ে নেইমারের প্রাক্তন প্রেমিকা নাতালিয়া, কাজ করতে চান বলিউডে!
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের প্রাক্তন প্রেমিকা হিসাবে এমনিতেই তিনি স্পটলাইটে। তাই মাসের শুরুতে প্রথম যেদিন ভারতে এলেন, সেদিনই গণমাধ্যমের নজরে পড়ে গিয়েছেন নাতালিয়া বারুলিখ। মুম্বাইয়ের জুহু সমুদ্রসৈকত থেকে শুরু করে ভারতীয় পোশাকে ছবির পোজ দেওয়া এবং সিনেমাপাড়ায়ও বেশ কয়েকবার তার আনাগোনা দেখা গিয়েছে। তারপর থেকেই জল্পনা, নাতালিয়া কি বলিউডে কাজ করতে আগ্রহী?
টাইমস অব ইন্ডিয়াকে নাতালিয়া জানিয়েছেন, এবারই তার প্রথম ভারত সফর। সম্প্রতি সংবাদমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "সবার সঙ্গে যোগাযোগ রাখছি মানেই কাজ খুঁজছি তা নয়। আমি নিজের ক্রাফটের কাজ নিয়ে ব্যস্ত। সেগুলোর জন্যই নতুন কলাকৌশল শিখছি। আমি জানি, সঠিক সময়ে সঠিক কিছু হবে আমার সঙ্গে। কোনোকিছুর পিছনে ছোটা আমার ধাতে নেই। নিজেকে সমৃদ্ধ করে চলেছি, যতটা যোগ্য হয়ে উঠতে পারি।"
যদিও নাতালিয়া এই মুহূর্তে হিন্দি শিখছেন এবং কত্থক নৃত্যের তালিমও নিচ্ছেন মনোযোগ দিয়ে। আন্তর্জাতিক মঞ্চে তিনি ইতোমধ্যেই অনেক কাজ করেছেন।
নাতালিয়া বলেন, "মডেল ছিলাম, তবে সেই সাথে আরও অনেককিছু করেছি। অভিনয়ও করেছি। লস অ্যাঞ্জেলেসে টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছি, থিয়েটারও করেছি। অনেক প্রতিভাধর শিল্পীদের গানের রেকর্ডের প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলাম। ডিজে হয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার।"
তাহলে কোনও কাজের কথা বলতে আসেননি মুম্বাইয়ে? জিজ্ঞাসা করতেই নাতালিয়ার জবাব, "হতে পারে। কিছু কাজের সঙ্গে যুক্ত হবো হয়তো। তবে এই সবকিছুই ঈশ্বরের হাতে। বলিউডে এখন কোনো লাতিনা আছে বলে মনে হয় না। আমার মনে হয় বলিউডেরও এক জন লাতিন শিল্পী দরকার।"
নাতালিয়া জানান, তিনি ইতোমধ্যেই শাহরুখ খান অভিনীত 'পাঠান' দেখেছেন এবং ছবিটি তার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সেই সঙ্গে এও জানান যে, বলিউডে তিনি ক্যাটরিনা কাইফের ভক্ত এবং ক্যাট তার অনুপ্রেরণা। নাতালিয়া বলেন, "আমি সালমান খানকেও পছন্দ করি। বরং হলিউড তারকাদের চেয়ে আমি বলিউড তারকাদেরই বেশি পছন্দ করি।"
এদিকে নেইমারের প্রসঙ্গে এই মডেল বলেন, "আমাদের সম্পর্কে অতটা গভীরতা ছিল না, এটা বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল এবং সেই বন্ধুত্ব আমাদের এখনও আছে। নেইমার একজন চমৎকার মানুষ ও বাবা এবং সেই সঙ্গে একজন অসাধারণ ফুটবলার তো বটেই। আমি যদি বলিউডে কোনো সিনেমায় কাজের সুযোগ পাই, তাহলে নেইমারকে আমার সিনেমার প্রিমিয়ারে দাওয়াত দিব, দেখবো সে আসে কিনা! (হাসি)"