‘ব্যবসাই বড় কথা নয়’, 'পাঠান'- এর সাফল্যের মাঝে বার্তা শাহরুখের
চার বছরের অপেক্ষা শেষে 'পাঠান' দিয়ে রুপালি পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর তার রাজকীয় প্রত্যাবর্তন ঘিরে চর্চা থামবার নাম নেই। বক্স অফিসে একের পর এক মাইলস্টোন গড়েছে কিং খানের এই ছবি। 'বাহুবলী ২'- এর রেকর্ড ভেঙে হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি টাকা আয় করা ছবির খেতাবও ছিনিয়ে নিয়েছে 'পাঠান'। আয়ের হিসাব বলছে মুক্তির ৪৩ দিন পর বিশ্ব বক্স অফিসে ১০৩৯ কোটি রূপির ব্যবসা করেছে এই ছবি।
'দঙ্গল'-এর পর শাহরুখের 'পাঠান'-ই প্রথম হিন্দি ছবি যা ১০০০ কোটির ব্যবসা হাঁকাতে সফল হয়েছে। এই সাফল্যের মাঝেই অনুরাগীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন বাদশাহ।
'পাঠান' মুক্তির পর থেকেই ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন শাহরুখকে। কৃতজ্ঞ অভিনেতা এদিন লেখেন, 'এটা ব্যবসার ব্যাপার নয়… এটা একদম ব্যক্তিগত। মানুষের মুখে হাসি ফোটানো, তাদের এন্টারটেইন করাটা আমাদের ব্যবসা ঠিকই, তবে এখানে আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা না থাকলে তা কোনোদিন সফল হয় না। সবাইকে ধন্যবাদ যারা এই ছবিটাকে এত ভালোবাসা দিয়েছেন, যারা এই ছবিটায় কাজ করেছেন তাদের সবাইকেও ধন্যবাদ। সবশেষে শাহরুখের সংযোজন- "এ থেকেই প্রমাণ হয় পরিশ্রম, প্রচেষ্টা আর বিশ্বাস এখনও জীবিত রয়েছে। জয় হিন্দ।"
এই টুইটের কমেন্ট বক্সে 'জাবরা ফ্যানেরা' তাদের বাদশাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই আবার প্রশ্ন করেছেন, 'টাইগার ৩'-এ শাহরুখের ক্য়ামিও নিয়ে। একজন লেখেন, 'এখন শুধু অপেক্ষা টাইগার ৩-এ আবার পাঠানকে দেখার।'
গত ২৫ জানুয়ারি বক্স অফিসে মুক্তি পেয়েছিল 'পাঠান'। যশ রাজ ফিল্মস তথা শাহরুখ-দীপিকাদের ক্যারিয়ারের সবচেয়ে হিট ছবি এটি। 'জিরো'র ব্যর্থতার পর নিজেকে খানিক গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। তবে তিনি দেখিয়ে দিয়েছেন, 'এভাবেও ফিরে আসা যায়'।