'আরামে থাকা আমার ধাতে নেই', বলিউড আঁকড়ে বসে থাকায় শাহরুখকে কটাক্ষ প্রিয়াঙ্কার!
বলিউডের একাধিক খ্যাতনামা তারকা তাদের বলিউড সিংহাসন ছেড়ে ইতোমধ্যেই পাড়ি জমিয়েছেন হলিউডে। এদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন অন্যতম। কিন্তু বলিউডের সবচেয়ে বিখ্যাত যে 'খান'রা, তারা কিন্তু এখনও হলিউডে কাজে তেমন সুবিধে করতে পারেননি; কিংবা তাদের সেই ইচ্ছাই নেই! সম্প্রতি বলিউড অভিনেতা শাহরুখ খান জানিয়েছেন কেন হলিউডের ছবিতে কাজ করছেন না। এবার কিং খানের সেই মন্তব্য প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া নিজের মতামত জানালেন।
প্রিয়াঙ্কা বর্তমানে সমান তালে তাল মিলিয়ে ভারত এবং হলিউডের প্রজেক্টে কাজ করে চলেছেন। এ বিষয়ে তিনি বলেন তার ইগো তার কাজের থেকে বড় নয়। 'ডন' বা 'ডন ২' ছবির সহকর্মীর কথা প্রসঙ্গে আরও অনেক কথাই বলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা।
২০০২ সালের বিনোদন জগতে ক্যারিয়ার শুরু করেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে তিনি হলিউডে কাজ করছেন সেটারও দেখতে দেখতে প্রায় ৮ বছর হয়ে গিয়েছে। 'কোয়ান্টিকো' টিভি সিরিজে কাজ করার পর তিনি পশ্চিমের দেশে পরিচিতি পান। অন্যদিকে তাকে প্রথমবার যে হলিউডি ছবিতে দেখা গিয়েছিল সেটা হল 'বেওয়াচ'। ছবিটি ২০১৭ সালে মুক্তি পেয়েছিল। তাঁকে আগামীতে 'সিটাডেল'-এ দেখা যেতে চলেছে।
'সিটাডেল' এর প্রচারে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয় শাহরুখের হলিউডে কাজ নিয়ে মন্তব্যের ব্যাপারে। তাঁকে বলা হয়, শাহরুখ হলিউডে কাজ করার বিষয়ে বলেছেন- 'আমি ওখানে যাব কেন? আমি তো এখানেই আরামে আছি।'
এ বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, 'আমি আরামে থাকতে পছন্দ করি না। আমি অহংকারী নই। আমি নিজেকে জানি। আমি যখন সেটে ঢুকি আমি জানি আমি কী করছি, বা করতে চলেছি। আমার কোনও এক্সিকিউটিভের ভ্যালিডেশনের প্রয়োজন নেই। আমি অডিশন দিতে পছন্দ করি। আমি কাজ করতে ভালোবাসি। আমি এক দেশে সফল বলে সেটাকে বয়ে অন্য দেশে যেতে চাই না।'
নিজের কাজ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'আমি ভীষণ প্রফেশনাল। আমার আশেপাশের মানুষদের জিজ্ঞেস করলে ওরাও এটাই বলবে। কিন্তু আমি সেটাকে নিয়ে গর্ব করি না। আমার বাবা আর্মিতে ছিলেন। উনি আমায় ডিসিপ্লিনের গুরুত্ব শিখিয়েছিলেন।'
একই সঙ্গে প্রিয়াঙ্কা আরও বলেন, তার কাজের থেকে তার ইগো বড় নয়। তিনি অন্য কিছু নয়, নিজের সবটুকু কাজের মধ্যেই উজাড় করে দিতে চান।
প্রিয়াঙ্কা সম্প্রতি সাউথ এশিয়ান এক্সিলেন্সের হয়ে একটি প্রি-অস্কার পার্টির সঞ্চালনা করেন। এই পার্টিটি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছিল। আগামীতে তাকে 'সিটাডেল' ছাড়াও লাভ এগেইন, জি লে জারা ইত্যাদি ছবিতে দেখা যাবে।