ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে সেলেনা, ইনস্টাগ্রামে যে ৫ তারকার অনুসারী সবচেয়ে বেশি!
২০১০ সালে ছবি এবং ভিডিও শেয়ার করার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে চালু হয়েছিল ইনস্টাগ্রাম। অ্যাপটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং ওই বছরের ডিসেম্বরের মধ্যে এক মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ইনস্টাগ্রামে যোগ দেন। ১ মিলিয়ন ডলার দিয়ে ২০১২ সালে ইনস্টাগ্রাম অধিগ্রহণ করে ফেসবুক কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে বড় বড় তারকারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে ইনস্টাগ্রাম একটি; এবং এই প্ল্যাটফর্ম থেকে প্রচুর টাকা আয়ও করছেন অনেকে। ইনস্টাগ্রামে যে ৫ তারকাকে সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করেন, তাদের তালিকা থাকল আজ:
ক্রিশ্চিয়ানো রোনালদো
বিশ্ববিখ্যাত পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৫৬৬ মিলিয়ন ইউজার ইনস্টাগ্রামে ফলো করেন। ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণ করা ব্যক্তিদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি।
নিজের পেশাদার ক্যারিয়ারের নানা খবর-ছবি শেয়ার করার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ ও প্রচারণার জন্যও ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন রোনালদো।
লিওনেল মেসি
সর্বকালের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। বর্তমানে ৪৬৬ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে তাকে ফলো করেন। সর্বাধিক অনুসরণকারী সেলিব্রিটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী তারকার একাউন্ট।
সেলেনা গোমেজ
প্রথম নারী হিসেবে এই মার্কিন গায়িকার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৪০৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রায়ই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে তার অনুসারীদের উৎসাহিত করতে এবং সচেতন করতে এই প্ল্যাটফর্মের ব্যবহার করেন সেলেনা।
কাইলি জেনার
বিখ্যাত আমেরিকান মডেল ও ব্যবসায়ী কাইলি জেনারই প্রথম নারী যিনি ইনস্টাগ্রামে ৩০০ মিলিয়নের মাইলস্টোন ভেঙেছিলেন। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বর্তমানে ৩৮৩ মিলিয়ন ইউজার তাকে ফলো করেন।
ডোয়াইন 'দ্য রক' জনসন
প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন এবং হলিউড তারকা ডোয়াইন জনসনকে ইনস্টাগ্রামে ৩৭১ মিলিয়ন মানুষ অনুসরণ করেন। ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণ করা তারকাদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন তিনি।