বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সারলেন সেলেনা গোমেজ
সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন বিশ্বখ্যাত গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। খবর বিবিসি'র।
সেলেনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাগদানের ঘোষণা দিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, 'চিরকালের যাত্রা শুরু হচ্ছে আজ থেকেই'।
সেলেনার ভক্ত হলে হয়ত সে ছবি থেকে চোখ সরাতে পারবেন না আপনিও। গায়িকার ওই পোস্টে দেখা যায়, তার অনামিকা আঙুলে একটি ঝলমলে হীরার আংটি। শুধু তাই নয়, দ্বিতীয় ছবিতে সেলেনা নিজের আংটির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তৃতীয় ছবিতে হাসিমুখে বাগদানের আনন্দ উপভোগ করছেন, এবং চতুর্থ ছবিতে বেনি ব্লাঙ্কোকে পাশে নিয়ে গালে চুম্বনের একটি সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন।
এই দম্পতি গত বছর তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর এবার বাগদানের খবর জানালেন। পোস্টে ব্লাঙ্কো মন্তব্য করেন, 'এই দেখো... আমার স্ত্রী'। পপ তারকা টেইলর সুইফট উত্তর দেন, 'হ্যাঁ, আমি ফুলকন্যা হবো।'
আরও অনেক তারকাও এই সুখবরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন, যেমন র্যাপার কার্ডি বি, অভিনেত্রী গুইনেথ প্যালট্রো, জেনিফার অ্যানিস্টন, সুকি ওয়াটারহাউস এবং গায়ক লিল নাস এক্স।
সেলেনা গোমেজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে ৪২৩ মিলিয়ন ফলোয়ারের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি তার প্রিয়জনদের ফোনে আংটি দেখাচ্ছিলেন। ভিডিওতে সেলেনা বলতে শোনা যায়, 'হ্যাঁ, এটি সত্যি', এবং অপরপ্রান্তে উত্তেজনায় ভরা চিৎকার শোনা যায়।
গোমেজ এবং ব্লাঙ্কো একসঙ্গে ২০১৯ সালে 'আই কান্ট গেট এনাফ' এবং ২০২৩ সালে 'সিঙ্গল সুন' গানে কাজ করেছেন। সম্পর্কের ঘোষণা দেওয়ার আগে থেকেই তাদের ঘনিষ্ঠতা ছিল।
ড্রু ব্যারিমোর শোতে ব্লাঙ্কো সেলেনা সম্পর্কে তার ভালোবাসার কথা প্রকাশ করেন। তিনি বলেন, 'সে সবচেয়ে সুন্দর ও আন্তরিক একজন মানুষ। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি নিজেকে প্রশ্ন করি, 'আমি এখানে কীভাবে এলাম? সে সত্যিই মিষ্টি, বিনয়ী এবং আকর্ষণীয় একজন মানুষ।'
সেলেনা গোমেজ আগে জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘদিনের আলোচিত সম্পর্কের জন্য শিরোনামে ছিলেন। টেক্সাসে জন্মগ্রহণকারী এই তারকা প্রথমে শিশু অভিনেত্রী হিসেবে বার্নি এবং ডিজনি চ্যানেল-এ কাজ শুরু করেন, এরপর সংগীত ও অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণ করেন।