অ্যাকশন সিনেমায় ফিরছেন আমির!
সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'লাল সিং চাড্ডা' বক্স অফিসে হোঁচট খাওয়ার পর অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউডের 'মি. পারফেকশনিস্ট' খ্যাত আমির খান।
সেসময় তিনি বলেছিলেন, "আমি দীর্ঘ ৩৫ বছর ধরে কাজ করছি এবং ভীষণভাবে আমার কাজে ডুবে থেকেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটি ঠিক করিনি, আমি নিকটজনদের প্রতি অন্যায় করেছি। এই প্রথমবার মনে হচ্ছে কিছুদিন বিরতি নিয়ে তাদের সঙ্গে সময় কাটানো উচিত, জীবনটাকে অন্যভাবে উপভোগ করা উচিত। এক-দেড় বছর আমি অভিনেতা হিসেবে কোনো কাজ করব না।"
যদিও পরে 'সালাম ভেঙ্কি' ছবিতে একটি ক্যামিও চরিত্রে কাজলের সঙ্গে পর্দায় উপস্থিতি মেলে তার।
কিছুদিন আগেই গুজব ছড়িয়েছিল, স্প্যানিশ ছবি 'চ্যাম্পিওনেস' এর রিমেকে অভিনয়ের পরিকল্পনা করছেন আমির। ছবিতে আমিরের চরিত্রটি হবে একজন মাতাল ফুটবল কোচের; বিপরীতে থাকবেন আমিরের 'পিকে' সিনেমার সহ-তারকা আনুশকা শর্মা।
কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, অ্যাকশন এন্টারটেনার হিসেবে পর্দায় আসতে চলেছেন আমির। অ্যাকশন সিনেমায় আমির বরাবরই ভালো, যার প্রমাণ দেখা গেছে 'ধুম ৩', 'গজনি', 'সারফারোশ' আর 'গুলাম'-এর মতো ছবিগুলোতে।
সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, একই ধরনের চরিত্রে নিজেকে সীমাবদ্ধ করতে চাননি বলেই আমির আর এ ধরনের সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন। কিন্তু এখন আবার আমির এমন স্ক্রিপ্ট খুঁজছেন যা তাকে রোমাঞ্চকর অ্যাকশন করার সুযোগ দেবে।
গুঞ্জন চলছে, 'ধুম' সিরিজ ফিরিয়ে আনতে আমির নাকি ইতোমধ্যে বলিউডের বনেদি প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের সাথে আলোচনা সেরে ফেলেছেন। তা কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়।