৫ মে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পাঠান’
নানা জল্পনা-কল্পনা ও বিতর্কের পর অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত বলিউড চলচ্চিত্র 'পাঠান'। আগামী ৫ মে দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পাবে বহুল আলোচিত এই ছবিটি।
বাংলাদেশে এই ছবিটি আমদানি করে নিয়ে আসছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সংস্থাটির মুখপাত্র অনন্য মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন।
অনন্য মামুন বলেন, "তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। আমরা আগামী ৫ মে থেকে দেশের সিনেমা হলগুলোতে বাণিজ্যিকভাবে 'পাঠান' সিনেমা প্রদর্শন শুরু করবো।"
তিনি আরও যোগ করেন, "থিয়েটারগুলোতে আমাদের নিজস্ব টেকনিক্যাল সাপোর্ট আছে, সেখানে এই ছবিটি প্রদর্শিত হবে। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেলে শো টাইম বাড়ানো হবে।"
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৫ শর্তে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষায় নির্মিত সিনেমা আমদানি করার অনুমতি দেয়। এসব শর্তের মধ্যে ছিল- সিনেমাগুলো বাংলাদেশি সংস্থা কর্তৃক আমদানি করতে হবে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি (চলচ্চিত্র) সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত 'পাঠান' ভারতে মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। মুক্তির পরপরই বিশ্বব্যাপী ক্রেজ তৈরি করে ছবিটি। সেই সঙ্গে বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বব্যাপী হাজার কোটি রূপির বেশি ব্যবসা করে এই ছবি। এদিকে বাংলাদেশে শাহরুখ খানের প্রচুর ভক্ত থাকায় তাদের মধ্যেও এ ছবিটি নিয়ে আগ্রহ দেখা গিয়েছে।