১৫০ শব্দের সংলাপের জন্য ৩ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন জনি ডেপ!
ক্যারিয়ারের শুরুর দিকে 'এডওয়ার্ড সিজরহ্যান্ডস' নামের ক্লাসিক সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড তারকা জনি ডেপ। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে অভিনেতার মাত্র ১৫০ শব্দের সংলাপ থাকলেও, পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ৩ মিলিয়ন মার্কিন ডলার!
'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' সিনেমা সিরিজে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই মূলত ব্যাপক খাতি অর্জন করেন ডেপ। এই খ্যাতি লাভেরও বেশ আগে ১৯৯০ সালে তরুণ জনি ডেপের এই পারিশ্রমিক যেন চমকে দেওয়ার মতো।
পরিচালক টিম বার্টনের মার্কিন রুপকথার সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন জনি ডেপ। কিন্তু প্রথাগত অভিনয়ের পাশাপাশি সিনেমাটিতে মাত্র অল্প কয়েকটি সংলাপ ব্যবহার করেও জনি ডেপ বিস্ময়কর অবাচনিক ভঙ্গিতে নিজের চরিত্রকে দর্শকের কাছে সফলভাবে ফুটিয়ে তুলেছেন।
ব্রিটিশ ডিজিটাল পাবলিশার ল্যাডবাইবেলের তথ্যমতে, 'এডওয়ার্ড সিজরহ্যান্ডস' সিনেমাটি তৈরিতে মোট ব্যয় হয়েছিল ৮৬ মিলিয়ন মার্কিন ডলার। আর এক্ষেত্রে ১৫০ শব্দের সংলাপের মাধ্যমেই পারিশ্রমিক হিসেবে জনি ডেপ পেয়েছিলেন ৩ মিলিয়ন ডলার।
সিনেমাটিতে এডওয়ার্ড চরিত্রের স্বাভাবিক হাতের বদলে রয়েছে কাচির গুচ্ছ। দৈহিকভাবে অসম্পূর্ণ এই চরিত্রটি আমেরিকায় এক উপশহরের অদূরে বিশাল অট্টালিকায় একাকী দিন কাটাতে থাকেন। এক পর্যায়ে এক নারী এডওয়ার্ডকে নিজের বাসায় নিয়ে যায়। সেখান থেকেই কাহিনীর শুরু।
সিনেমার গল্পের সহ-লেখক ক্যারোলাইন থম্পসন প্রায় নির্বাক 'এডওয়ার্ড' চরিত্রটিকে 'শুধু দুই চোখের মাধ্যমে আবেগের প্রকাশ' বলে অভিহিত করেছেন। একই সাথে চ্যালেঞ্জিং এডওয়ার্ড চরিত্রটি নিয়ে থম্পসন বলেন, "জনি ডেপ এই চরিত্র খুবই চমৎকার অভিনয় করেছেন।"