অনেক পুরুষই আমার সাফল্যে অনিশ্চয়তায় ভুগতো: প্রিয়াঙ্কা চোপড়া
বিগত দশ বছরে বলিউডে কাজের সংখ্যা কমিয়েছেন একসময় বলিউডের শীর্ষ সারির অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এখন তার হাতভর্তি হলিউড প্রজেক্ট। খুব শীঘ্রই তাকে পর্দায় দেখা যাবে দ্য রুশো ব্রাদার্স পরিচালিত 'সিটাডেল' সিরিজে। এ সিরিজে রিচার্ড ম্যাডেন এবং স্ট্যানলির সঙ্গে কাজ করেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে বলিউড নিয়ে একের পর এক বোমা ফাটিয়ে আলোচনায় রয়েছেন প্রিয়াঙ্কা।
কিছুদিন আগেই প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বলিউডের রাজনীতিতে বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি, এছাড়াও তার দাবি- বলিউডে তাকে কোণঠাসা করা হয়েছিল; সে কারণেই তিনি ভারত ছেড়ে হলিউডে ক্যারিয়ার গড়তে চলে যান। এরপরে প্রিয়াঙ্কা আরও বলেছেন, তাঁর জীবনে এর আগে আসা পুরুষেরা ছিল 'নিরাপত্তাহীন'।
প্রসঙ্গত, ২০১৮ সালে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। তাঁদের মধ্যে বয়সের পার্থক্য ১০ বছরের। তবে বয়সের থেকে এই পার্থক্য কখনওই সম্পর্কে যে বাধা হয়ে দাঁড়ায়নি, তা 'নিকইয়াঙ্কা'র দাম্পত্যের সমীকরণই বুঝিয়ে দেয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে বলেন, তিনি এমন পুরুষদের দেখেছেন জীবনে, যারা তার সাফল্য দেখে অনিশ্চয়তায় ভুগেছে। অভিনেত্রীর ভাষ্যে, 'আসলে সংসারের জন্য রোজগার করে পুরুষরা স্বাধীনতা আর গর্ব বোধ করে। কিন্তু আমাদের উচিত ছেলেদেরকে এটা শেখানো যে এই দায়িত্ব তোমার মা, বোন, প্রেমিকা, স্ত্রী বা মেয়ের সঙ্গে ভাগ করে নিতে লজ্জিত হওয়ার কিছু নেই।'
বলিউডে একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকলেও, নানা রাজনীতির শিকার হয়ে এই ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে হলিউডে চলে যাওয়ার মতো বড় ঝুঁকি নেন প্রিয়াঙ্কা। নিজ প্রচেষ্টায় অভিনেত্রী প্রমাণ করেছেন, মেধা থাকলে আর পরিশ্রম করলে কোনো কিছুই অসম্ভব নয়। তাই তো তার পরিচিতি গ্লোবাল স্টার হিসেবে। সিটাডেল এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও তিনি জানিয়েছেন, এমন মানুষদের সঙ্গে আর কাজ করতে চান না যাদের তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না।
শেষবার ২০১৫ সালে হিন্দি ছবি 'বাজিরাও মাস্তানি'তে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। আগামীতে তার জোয়া আখতারের পরিচালনায় 'জি লে জারা' ছবিতে আলিয়া ভাট আর ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করার কথা রয়েছে। যদিও কবে ছবিটি ফ্লোরে যাবে সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য মেলেনি।