সম্পত্তির দ্বন্দ্বে আদালতে উপস্থিত হতে হবে মাইকেল জ্যাকসনের মা-কে
মাইকেল জ্যাকসনের এস্টেট নিয়ে চলা বিরোধের অংশ হিসেবে বিচারকের সামনে উপস্থিত হতে হবে তার মা ক্যাথরিনকে।
প্রয়াত ছেলের এস্টেটের দুই নির্বাহক (এক্সেকিউটর), জন ব্রাঙ্কা এবং জন ম্যাকক্লেইনের সাথে আদালতে উপস্থিত হবেন ক্যাথরিন। ২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর থেকেই তারা তার এস্টেট পরিচালনা করে আসছেন।
২০০৯ সালের ২৫ জুন ৫০ বছর বয়সে মারা যান পপসম্রাট মাইকেল জ্যাকসন। তদন্তে দেখা যায়, অতিমাত্রায় প্রোপোফল এবং বেঞ্জোডায়াজেপিন দেহে প্রবেশের ফলেই মারা যান জ্যাকসন।
এটি আসলে এই সুপারস্টারকে কার্ডিয়াক অ্যারেস্টের দিকে ঠেলে দেয়।
পরে ২০১১ সালে মাইকেলের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারেকে 'অনিচ্ছাকৃত হত্যার' দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
এদিকে, পপসম্রাটের এস্টেটের দাবি যে তিনি দেনায় ডুবে ছিলেন কিন্তু তারা এর আর্থিক অবস্থা ফেরাতে সক্ষম হয়েছেন।
তাদের ভাষ্যমতে, ৪০০ মিলিয়নেরও বেশি ঋণ নিয়ে এস্টেটটি ডুবতে বসেছিল।
"সৃজনশীল ভাবনা, কঠোর পরিশ্রম এবং বাণিজ্য সচেতনতার মাধ্যমে মাইকেলের অসাধারণ উত্তরাধিকার-নির্বাহকগণ তার ব্যবসাকে একটি লাভজনক উদ্যোগে রূপান্তরিত করেছে।"
জ্যাকসনের মা, ক্যাথরিন জ্যাকসন পারিবারিক ব্যবসায় বেশ সক্রিয়ভাবে জড়িত। মাইকেলের মৃত্যুর পর তার সন্তানদের কাস্টডি সহ একাধিক আইনি বিতর্কে ক্যাথরিনের নাম উঠে এসেছে।
- সূত্র- মার্কা ডট কম